সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাবুল ছা’ড়া’র আ’গে ৭৩ টি হেলিকপ্টারকে নি’ষ্ক্রি’য় করে দিলো আমেরিকার সেনাবাহিনী

আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে সমস্ত হেলিকপ্টার এবং বিমানগুলোকে নিষ্ক্রিয় করে দিল আমেরিকা বাহিনী। কোন ভুলের প্রবৃত্তি যাতে আর না হয়, তাই সমস্ত বিমান এবং হেলিকপ্টার নিষ্ক্রিয় করে দেবার সিদ্ধান্ত নিয়েছিলেন আমেরিকা বাহিনী। সেন্ট্রাল কমান্ড হেড জেনারেল জানিয়েছেন, hamid-karzai আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত সেনা কাপটার এবং বিমানকে অকেজো করে দেওয়া হয়েছে। ওই বিমান এবং কপ্টার গুলি আর ঘোড়ার মত অবস্থায় নেই। কোনভাবেই সেগুলি চালু করা যাবে না।

কাবুল বিমানবন্দরে নিজের দখলে নিয়ে আমেরিকান সেনারা উদ্ধার কাজ করছিলেন। কিন্তু আমেরিকা সেনাদের তালিবানরা হুঁশিয়ারি দিয়ে বলে, আগস্ট মাসের মধ্যে উদ্ধারকাজ শেষ করে আফগানিস্তান ছাড়তে হবে আমেরিকান সেনাবাহিনীকে। সেইমতো সোমবার গভীর রাতে কাবুল বিমানবন্দরে ছেড়ে চলে যায় আমেরিকা।

আফগান বাহিনীকে দেওয়া আমেরিকার সমস্ত অস্ত্র এবং বিপুল অস্ত্র ভান্ডার তালিবানদের দখলে চলে যায়। স্বাভাবিকভাবেই এই দখলদারি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। কিন্তু এই ভুল যেন আর না হয় তার জন্য পাকাপাকিভাবে আফগানিস্তান ছেড়ে আসার আগে কাবুল বিমানবন্দরে ৭৩ টি সেনা কাপটার এবং বিমান নিষ্ক্রিয় করে দিয়েছেন আমেরিকান সেনা। যদিও তালিবানরা দাবি করেছেন, তারা আরো একবার ওই বিমান এবং কপ্টার ব্যবহার করার মতো অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।