সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটা’না ৪ দিন ব্যাংক ব’ন্ধ বাংলায়! জানুন তারিখ

একসাথে চারদিনে ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। সাধারণত ব্যাংক কর্মীদের ব্যস্ত সিডিউল অন্যান্য চাকরির ক্ষেত্রে তেমন দেখা যায় না বললেই চলে। হিসাব-নিকাশ লেনদেন গ্রাহকের সঙ্গে কথা বলা সবটাই একসাথে পরিচালনা করতে হয় ব্যাংক কর্মীদের। এছাড়া সারাদিন কম্পিউটারের সামনে বসে তাদের নিখুঁত হিসাব করতেই হয়।

কিন্তু অবশেষে তাদের জন্য একটা টানা ছুটি উপহার। ব্যাংক কর্মচারী ইউনিয়ন ঘোষণা করেছে জাতীয় পেনশন প্রকল্প বাতিল এবং বেতন বৃদ্ধির জন্য তারা দুই দিনের ধর্মঘট পালন করবেন। আগামী ৩০ এবং ৩১ শে জানুয়ারি গোটা দেশে ব্যাংক কর্মীরা এই ধর্মঘট পালন করবেন বলে জানা গিয়েছে।

এদিকে ২৮ তারিখ চতুর্থ শনিবার সেই হিসেবে ব্যাংক থাকবে ছুটি। ২৯ তারিখ রবিবার অর্থাৎ পূর্ণদিবস ছুটি। তারপর ৩০ ৩১ অর্থাৎ মোট চার দিন লম্বা ছুটি উপভোগ করবেন ব্যাংকের কর্মীরা। তবে এক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হবে গ্রাহকদের।

আরো খবর: ধা’মা’কা অ’ফা’র পোস্ট অফিসের, টা’কা দ্বিগুণের ক্ষেত্রেও বা’ড়’লো সু’দে’র হার

চারদিন ব্যাংক বন্ধ থাকায় কোনরকম কাজ হবে না বললেই চলে। তাই জনগণকে আগে থেকে ব্যাংকের কাজ শেষ করবার জন্য নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। এদিকে গোটা দেশজুড়ে ব্যাংকের কর্মীরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলেই জানা গিয়েছে।

ধর্মঘটের সুবাদে কয়েকটা দিন যদি কাছে পিঠে কোথাও বেরিয়ে আসেন তবে ক্লান্তিকর দিনগুলি থেকে কিছুটা মুক্তি পেতে পারবেন।। তাই এখন থেকেই প্ল্যান করে নিতে পারেন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত লম্বা ট্যুরের।