সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রা’য় ১০০ কোটি খরচ করে মেসিকে আনতে ম’রি’য়া বাংলাদেশ

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে এবারে বিজয়ী হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসি তার জাদু দেখিয়ে দিয়েছেন শেষ দিনের ম্যাচে। সারা বিশ্ব স্তব্দ হয়ে দেখেছে লাস্ট দিনে সেই দুর্ধর্ষ ম্যাচ। আর সেই বিশ্বকাপের রেশ এখনো কাটেনি। তাই তো শোনা যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আসতে চলেছে মেসির দলকে তাদের বাংলাদেশে। আর এই জন্য বাংলাদেশের খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা।

কিন্তু তার পরেও মেসিকে আনতে মরিয়া বাংলাদেশ। প্রসঙ্গত উল্লেখ্য, ১১ বছর আগে ঢাকার মাঠে খেলেছিলেন লিওনেল মেসি। ২০১১ সালে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিল আর্জেন্টিনা। সেই সময় তাঁদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। তাই ২০২২ সালের জয়ের পর মেসিকে ফের একবার বাংলায় নিয়ে আসার জন্য বাফুফে-র উদ্মাদনা কিছুতেই কমছে না।

কিন্তু, এই দলকে বাংলাদেশে নিয়ে আসতে যে টাকার অঙ্কটা খরচ হচ্ছে তা প্রায় বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০০ কোটি বা তার বেশি। কিন্তু, ‘মেসি জাদু’-কে সামনা সামনি চাক্ষুষ করার জন্য সেই অর্থও খরচ করতে রাজি বাফুফে-র সভাপতি কাজী সালাউদ্দিন । এই বিষয়ে তিনি এক সংবাদ মাধ্যমের কাছে বলেন , “আর্টেন্টিনাকে বাংলায় আনা অত্যন্ত ব্যয়বহুল।

আরো খবর: ভীষ্ম দে’হ’ত্যা’গ করেন মকর সংক্রান্তির দি’ন, শ’রশ’য্যায় কেন সূর্যের উত্তরায়নের জন্য অ’পে’ক্ষা করেন?

কিন্তু, আমাদের চেষ্টা করতে কোনও সমস্যা নেই।” সাথে এও জানান, মেসির দলের সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হবে না। তারা যথেষ্ট ভালো সুরক্ষা দিতে পারবেন আর্জেন্টিনাকে। কারন এর আগেও মেসির দল বাংলাদেশে এসেছে এবং সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয়নি।

এছাড়াও এই এত বিপুল পরিমাণে অর্থ খরচের ব্যাপারে সালাউদ্দিন জানিয়েছিলেন, অর্থ নিয়ে কোনও সমস্যা হবে না। ইতিমধ্যেই সম্ভাব্য যাঁরা পৃষ্ঠপোষক তাঁদের থেকে আমরা আশ্বাস পেয়েছি। এরপরেই আমরা এই বিষয়ে উদ্যোগী হয়েছি” বলেও জানিয়েছেন তারা।