সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’য় অ’না’থ হওয়া শিশুদের ত’থ্য লু’কি’য়ে’ছে রাজ্য, সুপ্রিম কোর্টে রো’ষে’র মু’খে মমতা সরকার

বিগত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে সারা দেশজুড়ে করোনার যে দাপট চলেছে তাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বাবা মায়ের মৃত্যুতে অনাথ হয়ে পড়েছে বহু শিশু। সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের দায়ভার কেন্দ্রীয় সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। অনাথ শিশুদের পড়াশোনার খরচ এবং অন্যান্য যাবতীয় দায়ভার কেন্দ্রীয় সরকার নিয়েছে। এই মর্মে প্রত্যেক রাজ্য থেকে অনাথ শিশুদের তালিকা কেন্দ্রের কাছে পাঠানোর নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

তবে কেন্দ্র রাজ্য সরকারের কাছ থেকে অনাথ শিশুদের তালিকা আছে পাঠালেও রাজ্য এ পর্যন্ত অনাথ শিশুদের সম্পূর্ণ তালিকা পাঠায়নি বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের এই উদাসীনতার কারণে এবার সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে করোনার কারণে এই রাজ্যে ২৭ জন শিশু অনাথ হয়ে পড়েছে।

রাজ্যে পাঠানো এই তত্ত্ব মানতে নারাজ কেন্দ্র। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চও এই পরিসংখ্যানটি পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে। উচ্চ আদালতের দাবি, রাজ্য সরকারের তরফ থেকে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তা আদৌ বিশ্বাসযোগ্য নয়। রাজ্য সরকার অনাথ শিশুদের নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাতে মেতেছে বলে ভৎসনা করে উচ্চ আদালত।

উল্লেখ্য করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের পড়াশোনার ভার নেওয়ার পাশাপাশি ২৩ বছর অবধি ভাতা এবং তারপর স্বাবলম্বী হতে এককালীন বেশ কিছু টাকা প্রদানের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অসহযোগিতায় উচ্চ আদালতের কাছে রাজ্যকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিচারকদের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের তরফের আইনজীবী অবশ্য জানিয়েছেন সম্পূর্ণ তালিকাটি এখনও প্রস্তুত করা সম্ভব হয়নি। তালিকা প্রস্তুত করার কাজ চলছে। যা শুনে বিচারপতিরা আরও রেগে যান।