সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাথরুম ও রান্নাঘরের জলের কল খা’রা’প হয়ে যাওয়া খুবই অ’শু’ভ সংকেত, জানুন বাস্তু’মতে প্রতিকার

শৌচাগার এবং রান্নাঘর এই দুটো জায়গাতেই আমাদের জল সরবরাহের ব্যবস্থা করে রাখতে হয়, সেই জন্যেই রান্নাঘর থেকে শৌচাগার এই দুটি জায়গাতেই কল লাগানো হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় কল গুলি থেকে টপটপ করে জল পড়তে থাকে কিন্তু এই জিনিসটা কিন্তু একেবারেই ভালো নয়।

বাস্তু মতে এই জিনিসটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, যদি এমনটা হয়ে থাকে তাহলে একটু সময় নষ্ট না করে কল গুলিকে ঠিক করার ব্যবস্থা করুন।

বাথরুমের কল অথবা রান্নাঘরের করলে যদি কোন রকম সমস্যা হয় অর্থাৎ যদি কল আটকানোর পরেও জল টপটপ করে পড়তে থাকে তাহলে সেটা কিন্তু একদমই ভালো ইঙ্গিত নয় এর অর্থ বাড়িতে কোন অশুভ প্রভাব পড়েছে।

আরো পড়ুন: মাধ্যমিকের খাতায় উত্তরের বদলে অ’শ্লী’ল শ’ব্দ! সেইসব পরীক্ষার্থীদের নজিরবিহীন শা’স্তি দিলো পর্ষদ

অপ্রয়োজনীয়ভাবে যদি জল নষ্ট হয় তবে সেটিকে বাস্তু মতে অশুভ বলেই মনে করা হয়। বাড়ির এই দুটি স্থানের কল থেকে যদি জল পড়ে নষ্ট হয় তার অর্থ হচ্ছে বাড়ির অর্থ অপচয় হবে।

অন্যদিকে যদি রান্না ঘরের জল অপচয় হয় তাহলে সে ক্ষেত্রে মনে করতে হবে যে রান্না ঘরে থাকে আগুন, আগুন এবং জল যদি মিলিত হয় তবে সে ক্ষেত্রে সেই বাড়িতে কোনো অশুভ শক্তির বিরাজ করে।

বাস্তুমতে বাসস্থানের উত্তর-পূর্ব দিকে সবসময় জলের ট্যাংকি বসানো উচিত, তাতে অর্থনৈতিক সমৃদ্ধির হয় অন্যদিকে যদি বাথরুমের কল এবং রান্নাঘরের কল খারাপ হয় তবে সেক্ষেত্রে মনে করা হয় যে বাড়ির অর্থ অপচয় হবে। বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকে জলের ট্যাংকি বসাবেন না এটি অত্যন্ত বাড়ির জন্য অশুভ।