সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টি২০ বিশ্ব’কাপের শুরু’তে পাকিস্তানে’র মুখো’মুখি ভারত! এই নি’য়ে গৌতম গম্ভীর যা ম’ন্ত্য’ব্য কর’লেন

টি২০ বিশ্ব'কাপের শুরু'তে পাকিস্তানে'র মুখো'মুখি ভারত! এই নি'য়ে গৌতম গম্ভীর যা ম'ন্ত্য'ব্য কর'লেন

বেশ কিছু বছর আগে ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বললেই সবার প্রথমে যে নামটা আসত তা হল গৌতম গম্ভীর। ব্যাট হাতেই হোক কিংবা কথার লড়াই- সবক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সমানে সমানে টক্কর নিতে দেখা গেছে গৌতম গম্ভীরকে। টি২০ বিশ্বকাপের পরও তাঁর মন্তব্য যে আসবে সেটা তো খুবই স্বাভাবিক। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, টুর্নামেন্টের শুরুতেই পাকিস্তানের মুখোমুখি হওয়াটা একদিকে ভাল। কারণ তাঁর মতে, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তুমুল উন্মাদনা। অনেক সময় সেই উন্মাদনায় ক্রিকেটারদের ফোকাস নষ্ট হয়ে যেতে পারে। বাকি টুর্নামেন্টে যার প্রভাব পড়ে। তাই যদি পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের শুরুতেই ম্যাচটা খেলে নেওয়া যায় তাহলে বাকি বিশ্বকাপটা অনেকটা হালকা মেজাজে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেট দল।

২০০৭ টি২০ বিশ্বকাপের কথা বলতে গিয়ে তিনি বলেন, সেবার বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ নষ্ট হয়। তাই সেবার ধোনির ভারতের পাকিস্তান ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। বোল আউটে সেই ম্যাচ জিতেছিলেন গৌতমরা।

ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা উন্মাদনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেছেন, আবার ভারত-পাক ক্রিকেট দেখার সুযোগ পাওয়া যাবে তা নিয়ে তিনি খুব খুশি এবং চরম উত্তেজিত।