সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভীষ্ম দে’হ’ত্যা’গ করেন মকর সংক্রান্তির দি’ন, শ’রশ’য্যায় কেন সূর্যের উত্তরায়নের জন্য অ’পে’ক্ষা করেন?

মকর সংক্রান্তিতে বাঙালি সূর্যদেবের পূজো, গৃহস্তদের বাড়ি বাড়ি লক্ষ্মীপুজো সবই হয়। সাথে গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে জমিয়ে পিঠে পুলি খেয়ে সব মিলিয়েই উজ্জপিত হয় মকর সংক্রান্তি। কিন্তু শাস্ত্র মতে এই দিনের একটা বিশেষ গুরুত্ব আছে। যেমন এই মকর সংক্রান্তিতেই সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে, সেদিনই পালন করা হয় মকর সংক্রান্তি।

এই সময়ে সূর্য দেব নিজের পুত্র শনির রশিতে বিরাজমান হয় অর্থাৎ মকর রাশিতে অবস্থান করে। কারন মকর রাশির গ্রহাধিপতি হলেন শনি তাই জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে মকর সংক্রান্তি থেকে মলমাসের অবসান হয় এবং এক মাস ধরে বন্ধ থাকা সব শুভ অনুষ্ঠান আবার শুরু হয়।

এছাড়াও মহাভারতে এই মকর সংক্রান্তি উপলক্ষে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখিত আছে। মহাভারত থেকে জানা যায় মহাবীর ভীষ্ম এই দিনটার জন্য নাকি তিনি ৫৮ দিন টির বদ্ধ হয়ে ভুগেছেন তবু মৃত্যু বরণ করেন নি। মূলত মকর সংক্রান্তিতে সূর্য উত্তর দিকে যাত্রা করতে শুরু করেন একে সূর্যের উত্তরায়ন বলে।

আরো খবর: মাসে মি’ল’বে ৭৫ হাজার টা’কা পেনশন, কোন স্কীমে বি’নি’য়ো’গ করবেন? জানুন বি’শ’দে

সারা বছরে সূর্য ছয় মাস ধরে উত্তরায়ন এবং ছয় মাস দক্ষিণায়ন যাত্রা করে। অয়ন মানে পথ, অর্থাত্‍ উত্তরায়ন হল উত্তর দিকের পথে সূর্যের যাত্রা এবং দক্ষিণায়ন হল দক্ষিণ দিকের পথে সূর্যের যাত্রা। মকর রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত সূর্যের গমন হল উত্তরায়ন এবং কর্কট রাশি থেকে ধনু রাশি পর্যন্ত সূর্যের যাত্রা হল দক্ষিণায়ন।

সূর্যের উত্তরায়ন কে সব সময় শুভ সময় বলা হয়। আর তাই ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে তীর বদ্ধ হয়েও এই দিনটার অপেক্ষা করেছিলেন। কারন শাস্ত্র অনুযায়ী, উত্তরায়নে মৃত্যু হলে সেই ব্যক্তি জীবন ও মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে মুক্তি লাভ করেন।
আর এভাবেই এই মকর সংক্রান্তি এত বিশেষত্ব নিয়ে পালিত হয়ে আসছে।