সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাসে মি’ল’বে ৭৫ হাজার টা’কা পেনশন, কোন স্কীমে বি’নি’য়ো’গ করবেন? জানুন বি’শ’দে

সকলেই চান সঞ্চয় করতে বিশেষ করে বৃদ্ধ বয়সে জন্য সঞ্চয় করতে চান মধ্যবিত্ত মানুষ। অবসরের সময় যাতে আর্থিক কোন অনটন না হয় সেদিকে লক্ষ্য রাখেন সকলেই। এখন বিভিন্ন ব্যাংক থেকে লগ্নী কারী সংস্থাগুলি অবসরপ্রাপ্ত মানুষদের জন্য বিরাট সুযোগ-সুবিধা দিচ্ছে। আগে থেকে বিনিয়োগ করলে অবসরের পর এককালীন প্রচুর টাকা পাওয়া যায় কিংবা মাস গেলে পেনশন পাওয়া যেতে পারে।

এক্ষেত্রে অবশ্য কিছুটা লাভবান হয়ে থাকেন সরকারি কর্মচারীরা কিন্তু বেসরকারি ক্ষেত্রে নানান রকম ঝামেলা ও ঝঞ্ঝাট হয় অবসরের পর। এক্ষেত্রে সবচেয়ে লাভজনক উপায় হল ন্যাশনাল পেনশন সিস্টেম। এখানে দুই ভাবে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

বিনিয়োগের চারখানা ভাগ রয়েছে ইকুইটি, কর্পোরেট ডেট গভর্নস বন্ড, এবং অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। অ্যাক্টিভ এবং অটো দুইভাবে বিনিয়োগ করা যেতে পারে এখানে। বেতনের একটি বিশেষ অংশ এই প্রকল্পে বিনিয়োগ করলে ভবিষ্যৎ থাকবে সুরক্ষিত এবং সেই সময় মোটা অংকের রিটার্ন পাওয়া যাবে।

আরো খবর: এবার যোশীমঠের পাশাপাশি উত্তরকাশী-নৈনিতালও বি’প’দে’র স’ম্মু’খে, কি বলছেন বিশেষজ্ঞরা?

অবসরিক সময়ে মাসিক ৭৫ হাজার টাকা যদি কেউ পেনশন পেতে চান সেক্ষেত্রে মাস গেলে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ ৬০ বছরের পর কেউ ৭৫ হাজার টাকা পেতে চাইলে ৩.৮ কোটি টাকা রাখতে হবে ন্যাশনাল পেনশন সিস্টেমে।

২৫ বছর বয়স থেকেই যদি মাসিক ১০ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তবে মেয়াদ পূর্ণ হওয়ার পর মাসে ৭৬,৫৬৬ টাকা করে হাতে পেতে পারবেন একজন পূর্ণ বয়স্ক মানুষ। মাথায় রাখতে হবে বিনিয়োগের মেয়াদ পূরণের পরে পুরো টাকা তুলতে পারবেন না বিনিয়োগকারী। মোট মূলধনের মাত্র ৪০ শতাংশ জীবন বীমা ক্ষেত্রে ব্যবহার করতে হবে।