সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাওড়া-এনজেপি ছা’ড়া আর কোন কোন রুটে ছু’ট’ছে বন্দে ভারত এক্সপ্রেস? রইলো তা’লি’কা

ভারতীয় রেলের যাবতীয় সমস্ত পুরনো সবকিছু বদলে ফেলে নতুন ভাবে রেলকে সাজিয়ে দিতে চাইছে রেল মন্ত্রক। তারই ফলস্বরূপ দেশজুড়ে চালু হচ্ছে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস। এটি প্রথম এমন একটি সেমি হাই স্পিড ট্রেন, যা পুরোপুরি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে। ১৪ই জানুয়ারি পর্যন্ত সারাদেশে এখনো পর্যন্ত সাতটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তার মধ্যে একটি পেয়েছে পশ্চিমবঙ্গ। ১৫ই জানুয়ারি এই অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস চলবে সেকেন্দ্রাবাদ থেকে।

অর্থাৎ এই নিয়ে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দক্ষিণ ভারত। বন্দে ভারত এক্সপ্রেসটি দেশের বাকি সমস্ত ট্রেনের তুলনায় অনেক বেশি আধুনিক এবং যাত্রী স্বাচ্ছন্দে ভরপুর। ট্রেনটির এক্সিকিউটিভ কোচের চেয়ার গুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারে। এই ট্রেনে রয়েছে অটোমেটিক দরজা, ওয়াইফাই এর মত সুযোগ সুবিধা এবং gps। এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন গ্রুপে বন্ধে ভারত ট্রেন চলছে?

নিউ দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস: এই ট্রেনটি চালু হয়েছে ২০১৯ সালের ১৮ই ফেব্রুয়ারি। ট্রেনটি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার ছাড়া মোট পাঁচ দিন চলে। দিল্লি এবং বারানসি মধ্যে ট্রেনটির মাত্র দুটি স্টপেজ আছে। একটি কানপুর এবং একটি থ্যাগরাজ।

নিউ দিল্লি শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা বন্দে ভারত এক্সপ্রেস: এই ট্রেনটি দিল্লি থেকে কাটরা পর্যন্ত চলছে ২০১৯ সালের ৩ অক্টোবর এ ট্রেনটির উদ্বোধন করেছিলেন অমিত শাহ। এরপর ৫ অক্টোবর থেকে ট্রেনটি যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এই রুটে চলাকালীন ট্রেনটি লুধিয়ানা, আম্বালা ক্যান্ট এবং জম্মু তাইউটে থামে। সপ্তাহে একমাত্র মঙ্গলবার ছাড়া বাকি দিনগুলি এই ট্রেন চলে।

আরো খবর: আসছে বৃষ্টি, এবার কি ত’বে আরো জাঁ’কি’য়ে পড়বে ঠান্ডা?

মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস: ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর এই ট্রেন চলা শুরু করে। ট্রেনটি গান্ধীনগর থেকে মুম্বাই পর্যন্ত যেতে সময় নেয় ছয় ঘন্টা। তৃতীয় বন্দে ভারত ট্রেনটি প্রথম এবং দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এর থেকে অনেকটাই আলাদা। এই ট্রেনটি রবিবার ছাড়া অন্যান্য দিনগুলিতে চলে।

নিউ দিল্লী অন্দৌরা বন্দে ভারত এক্সপ্রেস: চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস টি চালু হয়েছিল হিমাচল প্রদেশ থেকেই। এই ট্রেনের রুট গেছে নিউ দিল্লি, হরিয়ানা চন্ডিগড় পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্য দিয়ে। ট্রেনটি সপ্তাহে ছয় দিন চালানো হয়। ২০২২ সালের ১৩ অক্টোবর ট্রেনটি প্রথম চলে।

চেন্নাই মাইসোর বন্দে ভারত এক্সপ্রেস: চেন্নাই মাইসর বন্দে ভারত এক্সপ্রেস প্রথম চালু হয় ২০২২ সালের ১০ নভেম্বর। কাঠপাডি এবং কে আর এস বেঙ্গালুরু এই দুটি স্টেশনে এই বন্দে ভারত এক্সপ্রেস এর দুটি স্টপেজ আছে।

বিলাসপুর জংশন নাগপুর জংশন বন্দে ভারত এক্সপ্রেস: এই ট্রেনটি ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি শনিবার ছাড়া বাকি ৬ দিন এই রুটে চলে। ২০ রায়পুর দুর্গ রাজনন্দগাঁও এবং গন্দিয়া স্টেশনে থামে

হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস: পূর্ব ভারত পেয়েছে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি ২০২২ সালে ৩০ ডিসেম্বর চালু করা হয়। ট্রেনটি হাওড়া থেকে এনজিপি পৌঁছাতে সাত ঘন্টা সময় নিচ্ছে। বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন এই ট্রেন চলে।