সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার ব্রেনওয়াশ ক’রে ধর্মান্তরিত করার চে’ষ্টা, সা’স’পে’ন্ড শিক্ষিকা

একটি ছোট্ট শিশুকে ধর্মান্তরিত করার চেষ্টা , এই অভিযোগ উঠেছে এক শিক্ষিকার ওপর। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় একটি সরকারি স্কুলে। উচ্চমাধ্যমিক একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে ধর্মান্তরিত করার চেষ্টা এক শিক্ষিকার।

তার নামে অভিযোগ করা হলেই, সিসিটিভি ফুটেজ দেখা হয়। সেখানেই দেখা যায় সেই শিক্ষিকা খ্রিষ্ট ধর্মের জয়জয়কার করে চলেছে। সেটা প্রমাণ হওয়ার পর সেই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করা হয়। তার নামে আইনত ব্যবস্হা গ্রহণ করা হয়।

জানা যায় তাকে খ্রীষ্ট ধর্মের পাঠ পড়ানোর চেষ্টা করা হয়। তার বাবা ও মা সাথে স্হানীয় হিন্দুত্ববাদী সংগঠনের মানুষেরা সেই শিক্ষিকার নামে হেড মাষ্টারের কাছে অভিযোগ করে। এই ঘটনা কিন্তু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।

আরো পড়ুন: প্যাচপ্যাচে গরমে ঠান্ডার অনুভূতি দে’বে এই Air Cooler, কেবলমাত্র পাওয়া যা’চ্ছে Amazon-এ

সেটা ছড়িয়ে পরে পুলিশের কাছে ও জেলা কালেক্টরের কাছে। পরেরদিন স্কুল পরিদর্শন করতে আসে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ঠিক তারপরেই বরখাস্ত করা হয় শিক্ষিকাকে।

এই বিষয় নিয়েই শিক্ষাদপ্তরের এক আধিকারিক জানায়, কালেক্টর নির্দেশ দেয় সেই শিক্ষিকাকে সাময়িক ভাবে বরখাস্ত করার।সেই শিক্ষিকা টেইলরিং পড়াতেন।

আর সেই শিক্ষিকা সহ অন্যান্য শিশুদের সাথেও কথা বলতে হবে বলে জানিয়েছেন তিনি। কারণ অভিযোগকারী শিশুর দাবি সবার সামনেই নাকি তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করেন সেই শিক্ষিকা।