সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এয়ার ইন্ডিয়া পুরোপুরি হাতে পেয়েই বিভিন্ন ক্ষে’ত্রে নিয়ম ব’দ’ল টাটার, জেনে নিন

এয়ার ইন্ডিয়া চলে গিয়েছে রতন টাটার হাতে। দেশের এই ঐতিহাসিক বিমানসংস্থার মালিকানা এখন টাটা সন্সের হাতে। টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করে রতন টাটার কোম্পানি। দেশের এই ঐতিহাসিক উড়ান সংস্থা আয়ত্তে পেয়েই নিত্য নতুন নিয়ম জারি করতে শুরু করেছে টাটা। ‌ ইতিমধ্যে একাধিক পুরোনো নিয়ম বদলানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে ককপিট ক্রুদের স্বাগত জানানো হয়েছে। একইসঙ্গে নতুন বিধি নিষেধ সম্পর্কে তাদের জানানো হয়েছে। জানানো হয়েছে যে এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে সাত দশক পর টাটা গ্রুপের অংশ হয়ে উঠেছে। উন্নত পরিষেবা দেওয়ার জন্য আপাতত অপেক্ষা করে রয়েছে টাটা কোম্পানি। উল্লেখ্য 1932 সালে জেআরডি টাটা টাটা এয়ারলাইন্স নামের বিমান পরিষেবা চালু করেছিলেন। পরে এর জাতীয়করণ করা হয়।

প্রায় সাত দশক পর এয়ার ইন্ডিয়া ফের টাটা গ্রুপের অন্তর্গত হলো। 18000 কোটি টাকার বিনিময় টাটা গ্রুপ এই বিমান সংস্থা কিনে নিল। উল্লেখ্য যাত্রী পরিষেবার অন্তর্গত বিষয়ে ‌ আপাতত সবার আগে নজর দিচ্ছে টাটা কোম্পানি। খাওয়া-দাওয়ার বিষয়ে বড়োসড়ো পরিবর্তন আনা হচ্ছে। এর আগেই আর ইন্ডিয়া উড়ানে অনবোর্ড খাবার অফার করা হতো। এবার এই নিয়ম বদলানো হচ্ছে।

তাজ গ্রুপের এয়ারলাইন ক্যাটারিং সার্ভিস এই পরিষেবা দেখাশোনা করবে বলে জানানো হয়েছে। একুশে জানুয়ারি কেবিন ক্রুদের জন্য এই মর্মে একটি সার্কুলার জারি করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের পোশাক পরিচ্ছদের দিকেও বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে। তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মুম্বাই-দিল্লি, মুম্বাই-আবুধাবি, মুম্বাই-বেঙ্গালুরু, মুম্বাই-লন্ডন রুটে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।