সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বা’স্ত’ব জীবনের “মর্দানি”, অসুস্থ ব্যক্তিকে কাঁ’ধে নিয়ে হাসপাতালে পৌঁ’ছে দিলেন মহিলা পুলিশ

বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। পরিস্থিতি এমনই যে তামিলনাড়ুর বিভিন্ন শহর জলমগ্ন হয়ে রয়েছে। তবে তারই মধ্যে একজন ব্যক্তিকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন একজন মহিলা পুলিশ অফিসার। ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়েছিলেন একটি কবরস্থানে। উপায়ান্তর না দেখে ওই মহিলা পুলিশ অফিসার তাকে নিজের কাঁধে তুলে নিয়ে হাসপাতাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

ওই মহিলা পুলিশ অফিসারের নাম রাজেশ্বরী। ইন্সপেক্টর পদে কর্মরত রাজেশ্বরী 28 বছর বয়সের অচৈতন্য এক কবরস্থানের কর্মীকে নিজের কাঁধে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন চিকিৎসার জন্য। সারা রাত বৃষ্টিতে ভিজে কবরস্থানের ওই কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তিকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে রাজেশ্বরী দ্রুত ব্যবস্থা নেন। তবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা তিনি পাচ্ছিলেন না। তাই শেষমেষ নিজের কাঁধে তুলে নিয়ে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পরে রাস্তায় একটি অটো পেতেই তাকে অটোতে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়াতে এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে। সকলেই ওই মহিলা পুলিশ অফিসারকে কুর্নিশ জানাচ্ছেন।