সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অরুণাচল ফের কেঁ’পে উ’ঠ’লো, বার বার ক’ম্প’নে অশ’নি স’ঙ্কে’ত উত্তর-পূর্ব ভারত জু’ড়ে

গত সোমবার ভোর নাগাদ রিখটার স্কেলে ৭.৮ কম্পনের এক বিধ্বংসী ভূমিকম্প হয় সিরিয়া ও তুরস্কের বিভিন্ন এলাকায় । সূত্রে খবর প্রান হারিয়েছেন প্রায় ২১ হাজার মানুষ । কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা । স্বজন হারাদের আর্তনাদে চারপাশ বারবার কেঁপে উঠছে এখনও।

গত সপ্তাহেই কম্পন অনুভূত হয়েছিল সিকিম ও মেঘালয়ে। এবার গতকাল,রবিবার দুপুরে অরুণাচল রাজ্যের পশ্চিমাংশে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) মতে ভূমিকম্পের উত্‍সস্থল ছিল ভুটান সীমান্তের কাছে পশ্চিম কামেংয়ে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৮।এছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তর-মধ্য অসম ও ভুটানের পূর্বদিকের কিছু জায়গায়। ভূমিকম্পে কোনও প্রাণহানি বা ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। শেষবার ২০২২ সালের ডিসেম্বরে যে ভূমিকম্প হয়েছিল অরুণাচল প্রদেশে তার কম্পনের মাত্রা ছিল রিখটার স্ক্লেলে ৩.৭।

আরো খবর: AIIMS-র ডাক্তারদের এই পরামর্শ মে’নে চললেই সুগার আর বা’ড়’বে না! সকলেই পা’বেন সুফল

এই ভূমিকম্পের ফলে সতর্ক হয়েছে আমাদের দেশ ভারত ও । NDM (ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজম্যান্ট) হল একটি সংস্থা যেটি ভূমিকম্পের তিব্রতা মেপে থাকে ।ভারতের ও অনেক ভূমিকম্প প্রবন এলাকা রয়েছে ।২০০১ সালে গুজরাটের ভয়াবহ দৃশ্যের কথা মনে হলেই শিউরে উঠছে ভারতবাসী।

NDM এর মতে, ভারতের ৫৯% এলাকা ভূমিকম্প প্রবন ।এর জন্য সতর্ক হচ্ছে ভারত ও ।ভারতের ভূমিকম্প প্রবন এলাকার মধ্যে প্রথমেই আসে গুজরাটের ভুজ । এছাড়াও রয়েছে আসাম ,বিহারের বিস্তীর্ণ এলাকা।

পশ্চিমবঙ্গের দার্জিলিং,কালিম্পং,কোচবিহার,জলপাইগুড়ি জেলগুলিও ভূমিকম্প প্রবন। অন্যান্য ভূমিকম্প প্রবন এলাকাগুলি হল নাগাল্যান্ডের কোহিমা , মনিপুর ও হিমাচলের বিভিন্ন এলাকা।