সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Kolkata Water Supply: শনিবার শহর কলকাতার বিভিন্ন এ’লা’কা’য় পানীয় জল সরবরাহ ব’ন্ধ থাকবে

দক্ষিণ কলকাতার একাধিক অংশে শনিবার সকাল থেকেই বন্ধ থাকবে জল সরবরাহ। বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দিয়েছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, ধাপার জয় হিন্দ জল প্রকল্পের মেরামতির কাজ চলবে।

এই জন্য শনিবার দক্ষিণ কলকাতার কিছু অংশে জল সরবরাহ বন্ধ থাকবে। জল সরবরাহ ফের স্বাভাবিক হবে ২৭ মার্চ রবিবার থেকে।২৬ মার্চ সকাল ১০টা থেকে বন্ধ থাকবে জল সরবরাহ। ফলে দুপুর এবং বিকেলের জল পাবেন না শহরবাসী।

জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, CN রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জি এস বোস রোড বুস্টার পাম্পিং স্টেশন, তপসিয়া বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে জয়হিন্দ জল প্রকল্প থেকে জল সরবরাহ করা হয়।

আরো পড়ুন: দুধের দা’ম ৭৯০ টা’কা, প্রতি কেজি চালের দা’ম ৫০০ টা’কা! শ্রীলঙ্কা থেকে দ’লে দ’লে ঢুকছেন ভারতে

এই বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে নির্দিষ্ট সময় জল সরবরাহ বন্ধ থাকার দরুন পূর্ব কলকাতা, পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন,আরুপোতা, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক অঞ্চলগুলিতে এই সময়ে জল সরবরাহ বন্ধ থাকবে।

কলকাতার ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯, ১১০-এই ওয়ার্ডগুলি সংশ্লিষ্ট জলপ্রকল্পের থেকে পরিষেবা পায়। ফলে শনিবার এই ওয়ার্ডগুলিতে জল সরবহরাহ বন্ধ থাকবে।