সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: তিনবার অপারেশনের পর ব্য’ক্তি’র শ’রী’রে ৫ টি কিডনি, কি করে হ’লো এমন অ’ব’স্থা?

তিনবার অস্ত্রোপচারের পর মিলল এক ব্যক্তির শরীরে পাঁচটি কিডনি। প্রত্যেক মানুষের শরীরেই দু’টি কিডনি থাকে তা আমরা জানি। দেহে দুটি নয়, পাঁচটি কিডনি রয়েছে এক ব্যক্তির শরীরে। শুনতে অবাক লাগলেও চেন্নাইয়ের এক ব্যক্তির শরীরে মিলেছে পাঁচটি কিডনি। তৃতীয় বার কিডনি প্রতিস্থাপন হওয়ার পরই দেখা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে রয়েছে পাঁচটি কিডনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর , ৪১ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। তাঁর যখন ১৪ বছর বয়স ছিল, তখনই তাঁর দু’টি কিডনি খারাপ হয়ে যায়। ১৯৯৪ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু ন’বছরের মধ্যে সেই কিডনিও বিকল হয়ে যায়। ফলে ২০০৫ সালে ফের তাঁর কিডনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

সেই কিডনি নিয়েই ১২ বছর ধরে দিব্যি সুস্থ ছিলেন ওই ব্যক্তি। কিন্তু ফের সমস্যা দেখা দেয়। এরপরই তাঁর ডায়ালিসিসও শুরু হয়। গত ৪ বছর ধরে প্রতি সপ্তাহে তিনবার করে ডায়ালিসিস করতে হত ওই ব্যক্তিকে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন উচ্চ রক্তচাপের কারণেই বার বার কিডনি বিকল হচ্ছিল ওই ব্যক্তির।

এর মধ্যেই আবার ওই ব্যক্তির হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ায় বাইপাস সার্জারিও করতে হয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসকদের কাছে একটা রাস্তাই খোলা ছিল। ফের কিডনি প্রতিস্থাপন।