সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Ambassador EV: ইলেক্ট্রিক ভা’র্স’নে আইকনিক গাড়ি, দেখে নিন চোখ ধাঁ’ধা’নো ডিজাইন

এক সময় আমাদের ভারতবর্ষের অভিজাত সম্প্রদায় এর পদমর্যাদা মাপার একটি মাপকাঠি ছিল এম্বাসেডর। তখনকার সময়ে এই অ্যাম্বাসেডর মালিক রীতিমতো সমীহের পাত্র ছিলেন। তবে সময়ের সাথে সাথে বাজার থেকে হারিয়ে যায় এই অ্যাম্বাসেডর গাড়ি।

তবে এবার নতুন করে কামব্যাকের প্রস্তুতি শুরু করে দিয়েছে হিন্দুস্তান মোটরস। জানা গেছে, ইলেকট্রনিক ভার্সনই রাস্তায় নামতে চলেছে এম্বাসেডর। একাধিক মিডিয়ায় রিপোর্ট অনুযায়ী জানা গেছে, হিন্দুস্তান মোটরস ইলেকট্রনিক ভার্সনে অ্যাম্বাসেডর বাজারে আনতে চলেছে। একাধিক মিডিয়া রিপোর্টের খবর অনুযায়ী ইতিমধ্যেই এই বিষয়ে দুটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়ে গেছে।

১৯৫৮ সালে এই জনপ্রিয় গাড়িটির পথ চলা শুরু হয়েছিল। দীর্ঘ ছয় দশক দেশের রাস্তা শাসন করেছিল এই গাড়ি। অ্যাম্বাসেডর উৎপাদন হয়েছিল শেষ উত্তর পাড়ার একটি কারখানা থেকে 2014 সালে।

আরো পড়ুন: মানুষ কতটা সময় ঘুমিয়ে কা’টি’য়ে দেন?

তারপর কয়েক বছরের বিশ্রামের পর আরো একবার নতুনভাবে ফিরে আসতে চলেছে এই গাড়িটি। ফরাসি গাড়ি প্রস্তুতকারী সংস্থা Peugeot সঙ্গে হাত মিলিয়ে এই গাড়ি বাজারে আনতে চলেছে হিন্দুস্তান মোটরস। ইতিমধ্যেই 80 কোটি টাকার বিনিময়ে অ্যাম্বাসেডর ব্র্যান্ড এই সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে হিন্দুস্তান মোটর।

সম্প্রতি একটি ইলেকট্রনিক অ্যাম্বাসেডর এর কয়েকটি রেন্ডার ইন্টারনেটে প্রকাশিত হয়েছে যেখানে নতুন গাড়িটি কেমন হতে পারে তা কিছুটা আভাস পেয়েছি আমরা। আনমোল সৎপুতে নামে এক ডিজিটাল শিল্পী তৈরি করেছে।

 

View this post on Instagram

 

A post shared by TUGBOTZ (@tugbotzdesign)

ইনস্টাগ্রামে ইতিমধ্যেই এই নতুন গাড়ির ডিজাইন প্রকাশ করা হয়েছে। যদিও এই নতুন গাড়িটি উত্তরপাড়ার কারখানা থেকে তৈরি করা হবে না। পশ্চিমবঙ্গ থেকে নিজেদের সরিয়ে নিয়ে এই প্রথম রাজ্যের বাইরে এম্বাসেডর উৎপাদন করবে হিন্দুস্তান মোটরস।

 

View this post on Instagram

 

A post shared by TUGBOTZ (@tugbotzdesign)

কোম্পানির চেন্নাইয়ের কারখানা থেকে এই ইলেকট্রিক গাড়ি উৎপাদনের পরিকল্পনা চলছে। ইলেকট্রনিক গাড়ির জনপ্রিয়তা ভারতসহ সারাবিশ্বে ভীষণভাবে বেড়েই চলেছে। এই সুযোগে আরো একবার এই আইকনিক গাড়িটি নতুনভাবে আনতে চলেছে হিন্দুস্তান মোটরস যার ফলে আরো একবার হিন্দুস্থান মোটরস এর চাহিদা বাজারে বাড়বে বলে মনে করা হচ্ছে।