সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’তো শারীরিক ক’স’র’ত করার পরেও ডায়াবেটিসে ভুগছেন এই নেতা থেকে অভিনেতা-অভিনেত্রীরা

ডায়াবেটিস একটি খুব সাধারণ অসুখ। এই অসুখের ফলে বারেবারে মূত্রত্যাগের সমস্যা, হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া, খিদে বেড়ে যাওয়া এমন কি সেক্সের প্রতি অনিহাও তৈরি হতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরাও এই রোগে আক্রান্ত। এমন অনেক তারকা বা ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা প্রতি মুহূর্তে ডায়াবেটিসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাহলে দেখে নেওয়া যাক কোন দশ ব্যক্তিত্ব এই সমস্যায় কাবু হয়েছেন, তবে সমস্যার মুখোমুখি হয়ে মোকাবিলাও করছেন।

Delhi: CM Arvind Kejriwal calls emergency meeting to tackle air pollution

অরবিন্দ কেজরিওয়াল- অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসের সঙ্গে রীতিমতো লড়াই চালিয়েছেন। তাকে দিনে তিন থেকে চারটে ইনসুলিন নিতে হত। এখন নিয়ন্ত্রণে রাখতে প্রতি ১৫ দিনে একবার তিনি খাওয়া বন্ধ রাখেন।

Kamal Haasan: Biography, Movies, Lifestyle, Family, Awards & Achievements

কামাল হাসান- টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা কামাল হাসান। প্রতিদিন যোগার সাথে সাথে ডায়েট করে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন তিনি।

Exclusive - Sudha Chandran on working as antagonist in Kahin Kisi Roz: Had  asked Ekta Kapoor if my character Ramola will be a hit like 'Tulsi' and  'Parvati' - Times of India

 

সুধা চন্দ্রা- জনপ্রিয় এই অভিনেত্রী টিভির জগতের পাশাপাশি সিনে দুনিয়াতেও বেশ জনপ্রিয়। তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তিনিও ডায়াবেটিসে আক্রান্ত।

Sonam Kapoor And Anand Ahuja's Big Fat Mehendi: Pics Of Bride; Anil Kapoor  Welcomes Guests

সোনাম কাপুর- মাত্র ১৭ বছর বয়সেই টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন অনিল কাপুরের মেয়ে তথা জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুর। স্বাস্থ্য নিয়ে বরাবরই তিনি খুব সচেতন। এখন কড়া ডায়েট মেইনটেন করেন অভিনেত্রী।

Anil Kumble headed committee recommends the ICC not to make any changes to  umpire's call rule

অনীল কুম্বলে- ভারতের প্রাক্তন ক্রিকেটর। মাত্র ১৮ বছর বয়সেই ভারতের বুকে এই নাম একটা পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছিল। তিনি এত ওয়েল মেইনটেন্ড হওয়া সত্ত্বেও টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত।

Nick Jonas reveals he cracked a rib in bike accident

নিক জোনাস- প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসকে সকলেই চেনেন নিশ্চয়ই! মাত্র ১৩ বছর বয়সে তিনি আক্রান্ত হন ডায়াবেটিসে। এমনকি তাঁকে নিত্য ইনসুলিন নিতে হয়।

Nitin Gadkari says 'Working to increase ethanol's use in transport sector'

নীতিন ঘটকরি- টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত নীতিন ঘটকরি। আর এই ডায়াবেটিসের কারণে গ্যাসস্টিকের সমস্যার জন্য সার্জারি করাতেও খুব সমস্যায় পড়েছিলেন তিনি।