Home দেশ সেতু না থা’কা’য় নদীতে বুক সমান জল পার হয়ে শ্ম’শা’নে ম’র’দে’হ নিয়ে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সেতু না থা’কা’য় নদীতে বুক সমান জল পার হয়ে শ্ম’শা’নে ম’র’দে’হ নিয়ে যা’চ্ছে পরিজনরা

এই বছর কলকাতা ও দক্ষিণবঙ্গে অন্য বছরের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। কিন্তু বাংলার বাইরে বা বলা চলে সমুদ্র সংলগ্ন এলাকা গুলিতে ভালোই বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তেমনি এক ঘটনা। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চারদিক ডুবে গেছে ওড়িশার কালাহান্ডি জেলার গোলামুণ্ডা ব্লকে।

এই ব্লকের প্রায় সব গ্রামই এই কদিনের বৃষ্টিপাতে জলে থইথই করছে। গ্রামের নদীটি অন্য সময় হাঁটু সমান জল থাকলেও, গত কয়েক দিনের বৃষ্টিতে সেই নদীতে এখন বুকসমান জল।আর এই অবস্থার মধ্যেই সমস্যায় পড়েছে গ্রামবাসী। গত মঙ্গলবার ওই ব্লকের বেহরাগুড়া গ্রামে সান্তা রানা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

দীর্ঘ দিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকার পর তাঁর মৃত্যু হয়েছে। সান্তা রানার সৎকার নিয়ে মহা সমস্যায় পড়লেন তাঁর আত্মীয়রা। শ্মশানে নিয়ে যেতে গেলে নদী পেরিয়ে যেতে হবে। আর নদী ডুবে যাওয়ায় জল ভেঙেই নিয়ে যেতে হবে সেই মৃত দেহকে। তাই গ্রামবাসীরা বাধ্য হয়েই ভেলার মতো করে মৃত দেহ কে নিয়ে যায় অন্যত্র দাহ করতে।

আরো পড়ুন: অনুব্রত কি এই জেলেই আ’স’ছে? কেষ্ট-র গ্রেফতারি নিয়ে প্র’তি’ক্রি’য়া পার্থর

মৃত দেহটি জলে ভিজে যাবে মনে করে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। অনেক ঝামেলা পোহানোর পর দাহ করতে পেরেছে তাকে। আর এই ঘটনাটি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। গ্রামের লোকজন অভিযোগ করেছে যে, ওই ব্লকে একটা সেতুর খুবই দরকার হয়ে পড়েছে।তারা অনেকবার আবেদন ও করেছেন কিন্তু কোনো কাজ হয়নি।

ফলত, এই দুর্গতি ভোগ করতে হচ্ছে তাঁদের। এরকম অতিরিক্ত বৃষ্টিপাত হলেই নদী ডুবে যায় আর জল ভেঙে ভেঙেই যাওয়া আসা করতে হয় গ্রামবাসীদের। বিশেষ করে বর্ষাকালে আরো খারাপ অবস্থা হয় ওই নদীর। যাঁর কারণের তাদের জীবন বিপর্যস্ত বলে দাবি করেছেন গ্রামবাসী।