সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রত কি এই জেলেই আ’স’ছে? কেষ্ট-র গ্রেফতারি নিয়ে প্র’তি’ক্রি’য়া পার্থর

একের পর এক অবাক করে দেওয়া ঘটনা ঘটে চলেছে আমাদের বাংলায়। কিছুদিন আগেই রাজ্যবাসী দেখেছেন টাকার পাহাড়। আর এই পাহাড়ের মালিক ছিলেন আর কেউ নয় আমাদের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এস এস সি দূর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁদের।

তারা আপাতত রয়েছে প্রেসিডেন্সী সেলে ও আলিপুর মহিলা জেলে। সব মাত্র ২০দিন পূর্ণ হয়েছে তাঁদের সাজার আর তার মধ্যেই নতুন চমক দিল সিবিআই। বীরভূমের হেভি-ওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতারি নিয়ে এই মুহুর্তে তোলপাড় গোটা দেশ।

বৃহস্পতিবার রাখিবন্ধনের দিন সকালবেলাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বোলপুরে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে ফেলেন সিবিআই আধিকারিকরা। প্রায় ঘণ্টা দেড়েক ধরে জিজ্ঞাসাবাদ চলে। তারপর অনুব্রতকে আটক করে গাড়িতে তোলা হয়। কেষ্টকে নিয়ে যাওয়া হয় সিবিআই-এর অস্থায়ী দফতরে। সেখান থেকে গতকাল রাতেই অনুব্রতকে কলকাতায় নিয়ে আসা হয়।

আরো পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ধা’মা’কা অফার JIO-র, ফ্রি ৭৫ জিবি ডে’টা

এবং বর্তমানে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের খবর ইতিমধ্যেই পৌঁছে গেছে প্রেসিডেন্সির পয়লা বাইশ নম্বর সেলে। সেখানে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। তিনি বাইরে হাঁটাচলার জন্য বেরোলে কারারক্ষী মারফত তিনি জানতে পারেন যে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন।

সেটা শুনে তিনি জিজ্ঞেসও করেন যে, ‘অনুব্রত এই জেলেই আসবে নাকি?’ এদিকে অনুব্রত বাবু একেবারে চুপ চাপ হয়ে গেছেন বলে জানা যাচ্ছে। তাঁকে নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় কলকাতা আসার পথে হুগলির ধনেখালিতে প্রবল যানজটে আটকে পড়ে সিবিআইয়ের গাড়ি।

সেখানে বেশকিছু সাংবাদিক ধরেন তাঁকে। তাঁর থেকে কিছু জানতে চাইলে তিনি উত্তর দেন না। কখনো তোয়ালে দিয়ে মুখ মোছেন, জল খান, হাই তোলেন, কখনও বা মাথা এলিয়ে দেন গাড়ির সিটে। বার বার একই প্রশ্ন করায় সাংবাদিকদের উদ্দেশ্যে হাসতেও দেখা যায় তাঁকে।