সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সুবানের সঙ্গে বিবাহ বি’চ্ছে’দ নিয়ে এবার মৌ’ন’তা ভা’ঙ’লে’ন তিয়াশা

ইতিমধ্যেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা অর্জন করেছে কৃষ্ণকলি ধারাবাহিকের নায়িকা অর্থাৎ শ্যামা ওরফে তিয়াসা লেকচার, যিনি জি বাংলা ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছেন। বর্তমানে তার চাহিদা ইন্ডাস্ট্রিতে যথেষ্ট থাকলেও থাকে ক্রমাগত স্ট্রাগলের মাধ্যমেই দিন কাটাতে হচ্ছে। অভিনেত্রী সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠানে উপস্থিত হন এবং যেখানে দাঁড়িয়ে তিনি জানান, চার বছর ধরে ধারাবাহিকে কাজ করার পরেও তিনি কাজ পাচ্ছিলে না যার ফলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

তখন তার কাছে মরে যাওয়াটাই শ্রেয় বলে মনে হয়েছিল। রুপোলি পর্দার চাকচিক্যের আড়ালে ব্যক্তিগত জীবন যথেষ্ট অন্ধকার তিয়াসার এই কথা নিজেই প্রকাশ করেছেন এবং শেয়ার করেছেন তার জীবনের ভয়াবহ ঘটনাটির কথা। তিয়াসা জানান, তার স্বামী সুহানের হাত ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন । তিনি উদাহরণ দেন যে ছোটবেলায় মা বাবা যখন কোন সাইকেল কিনে দেন তার পরে নিজেকেই চেষ্টা করে সাইকেল চালানোটা শিখতে হয়।

বার বার সাইকেল থেকে পড়ে যেতে হয়, ব্যথা পেতে হয় তারপরেই একসময় সহ্য করতে করতে সঠিকভাবে সাইকেলটা শেখা যায়। তেমনি স্বামীর হাত ধরে প্রথম তিনি টলিউডে এন্ট্রি নিলেও তা নিজের প্রচেষ্টার মাধ্যমেই তিনি দর্শকদের কাছে প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। তিয়াসা গোবরডাঙ্গার একটি সাধারন মেয়ে সকলের কাছে পরিচিত তিনি তিয়াসা রায় বলে, কিন্তু সেই পদবিটা কিন্তু এখন অতীত।

আরো পড়ুন: আংটি বদল করার পরেও কেন গওহর খানের স’ঙ্গে বি’য়ে ভে’ঙে যায় সাজিদের?

তিনি একান্তই সকলের কাছে আবেদন করেছেন যে তার নামের পেছনে যেন লেপচা পদবী রাখেন। সবাই প্রয়োজন যদি হয় তবে সবাই তিয়াসা বলুক রায়টা যেন না বলা হয় তার নামের পিছনে। অভিনেত্রী জানান অভিনয়ের বাইরে ও তাদের ব্যক্তিগত জীবন রয়েছে যে জীবনে থাকে অজস্র দুঃখ-কষ্ট পর্দার বাইরে তাকে চোখের জল ফেলতে হয়।

তিনি বলেন, সমাজের বহু মানুষই ফাইভজি ফোরজি ফোন ব্যবহার করেন কিন্তু তাদের মানসিকতা কখনোই উন্নতি হয় না তারা সব সময় দুর্বল মানুষের দিকে আঙ্গুল তোলেন। স্বামীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পরও বিবাহবিচ্ছেদ হয় তিয়াসার। অভিনেত্রী জানান যে বিভিন্ন ধরনের মন্তব্য অনেক সময় মানুষকে দুর্বল করে ফেলে।