সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘জৈব বা’ড়াও রা’সা’য়’নি’ক ক’মা’ও’ কর্ম’শা’লা’র আয়ো’জন কর’লো ই’ফ’কো

'জৈব বাড়াও রসায়নিক কমাও' কর্মশালার আয়োজন করলো ইফকো

মালদা,৫ আগস্ট : রাসায়নিক কমাও জৈব বাড়াও এই বার্তা সামনে রেখে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড এর উদ্যোগে জেলা কোঅপারেটিভ কর্মশালার আয়োজন। শুক্রবার দুপুরে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা।

আসন্ন রবি মরশুমে কৃষকরা কিভাবে জমিতে সার ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মশালায়।
দেশীয় পদ্ধতিতে তৈরি সার ব্যবহার করলে ফসল যেমন ভালো হবে তার পাশাপাশি জমির গুনগত মানও ঠিক থাকবে।
এই সার ব্যবহার করলে দেশের অর্থনৈতিক উন্নত হবে।

উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইফকো রাজ্য অধিকর্তা স্বপন রায়, জেলা কৃষি আধিকারিক অলোক দাস সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

মালদা জেলা পরিষদের সভাপতি এটিএম রফিকুল হোসেন ও ইফকো রাজ্য অধিকর্তা স্বপন রায় বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি উন্নত মানের সার ব্যবহার করলে যেমন ফসল ভালো হবে এর পাশাপাশি জমির স্বাস্থ্যও ভালো থাকবে।

বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। ফসল এবং জমির স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় তা নিয়েই আলোচনা করা হয় এই কর্মশালায়।