সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ বিকেল ৫ টা ৫৪ মিনিটে অবশ্যই আকাশের দি’কে তাকিয়ে দেখুন, এই সু’যো’গ একদম হাতছাড়া করবেন না

মাঘ মাসকে এমনিতেই খুব পবিত্র মাস বলে মনে করা হয়। আর এই মাঘ মাসে পড়ে এই বিশেষ পূর্ণিমা। মাঘী পূর্ণিমা দিনে চন্দ্রগ্রহণের এক বিরাট তাৎপর্য রয়েছে। অনেকেরই জন্ম কুণ্ডলীতে চন্দ্রের দোষ থাকে।

মাঘী পূর্ণিমার দিনে চন্দ্র দর্শনের পরে লক্ষ্মীর আরাধনা করলে কুন্ডলীতে চন্দ্রদোষ দূর হয়।আজ চন্দ্রোদয় হবে বিকেল 5 টা 54 মিনিটে। শুভ যোগ রাত 8 টা বেজে 44 মিনিট পর্যন্ত চলবে।

এই মাঘী পূর্ণিমার দিনে উপবাস বিধেয়। না হলে নিরামিষ ভোজন। পাশাপাশি এদিন সত্যনারায়ণের ব্রত করার বিধি আছে। বলা হয়, এই তিথিতে সত্যনারায়ণের কাহিনি শ্রবণ এবং বাড়িতে এর আয়োজন করা বিশেষ ফলদায়ক। এতে সাংসারিক সকল প্রকার কষ্ট দূর হয়।

আরো পড়ুন: এই যুবতীর বয়স ২২, কিন্তু দেখলে ম’নে হ’বে মাত্র ৮ বছরের বাচ্চা মেয়ে, কারণ জেনে নিন

বলা হয়, এদিন রাতে পূর্ণিমার চাঁদ দেখারও বিশেষ তাৎপর্য রয়েছে। অনেকেরই জন্মকুণ্ডলীতে চন্দ্রের দোষ থাকে। মাঘী পূর্ণিমার দিনে লক্ষ্মীর আরাধনা করলে কুণ্ডলীর সেই চন্দ্রদোষ দূর হয়। এমনিতেও এ রাতে লক্ষ্মীপুজোর প্রথা রয়েছে।