সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের মু’খে স্ব’স্তি, সিলিন্ডারের দা’ম ১০০ টা’কা কমলো

সারা দেশ জুড়ে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। সরকার যথেষ্ট চেষ্টা করছে যতোটা কমানো যায়। আর তাই কদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল অন্যান্য জিনিসের যেভাবে ট্যাক্স বাড়ানো হবে বলা হচ্ছিল গ্যাসের দাম ও বাড়ানো হবে কিনা। তবে ১ সেপ্টেম্বর তেমন কিছু হয়নি। বরং বাণিজ্যিকভাবে ১০০ টাকা কমেছে গ্যাসের। অন্যদিকে পেট্রোল ও ডিজেলের দামও একই রকম আছে বলে জানা যাচ্ছে।

ফলে এই পুজোর বাজারে একটু সস্তি পেলো জনসাধারণ বলা যায়। গ্যাসের দাম এই নিয়ে প্রায় ৫ বার কমলো। অল্প হলেও সরকার কমাচ্ছে দাম এতে আমজনতা খুশি। জানা যায়, গত মে মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ২৩৫৪ টাকা। ১জুন সেই দাম কমে একটু হয় ২২১৯ টাকা। তারপর আরো কমে হয় ২০২১ টাকা। প্রায় ৯৮ টাকা কমে।

এর পর ৬ জুলাই এই সিলিন্ডারের দাম কমে হয় ২০১২.৫০ টাকা। এবং ১ আগস্ট দাম কমে হয় ১৯৭৬.৫০ টাকা। এদিকে দিল্লিতে প্রায় ৯১.৫০ টাকা কমে এই মূল্য হ্রাস পাওয়ার পর। তাতে একটি এলপিজি সিলিন্ডারের দাম হয়ে দাড়ায় ১৮৮৫ টাকা। কলকাতায় অগ্র ছিল ২০৯৫.৫০ টাকা। এখন সেটা হয়ে দাঁড়ায় ১৯৯৫.৫০ টাকা।

আরো পড়ুন: আজ মহামিছিল, কেমন থা’ক’বে আজকের কলকাতার আকাশ?

মুম্বাইয়ে আগে ছিল ১৯৩৬.৫০ টাকা এখন হয়েছে ১৮৪৪ টাকা। এছাড়াও প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা থেকে পাওয়া গাসে ২০০ টাকা করে ভূর্তুকির কথাও বলা হয়েছে। তবে বছরে ১২ টা গাসেই মিলবে এই ভূর্তুকী। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষ কমলো না দাম। আগে যা দিতে হতো তাই হবে।

বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা ও কলকাতার দাম ১০৭৯ টাকা। তাই বলা যায় সাধারণ মানুষের বেশি সুবিধে না হলেও, দাম না বেড়ে গিয়ে অনেক উপকার হয়েছে।