সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছড়িয়ে-ছিটিয়ে থা’কা দোকান’গুলি সি’স্টে’মে’টি’ক করার উ’দ্যো’গ মালদা জেলা প্রশাসনিক ভবন চ’ত্ব’রে

ছড়িয়ে-ছিটিয়ে থাকা দোকানগুলি সিস্টেমেটিক করার উদ্যোগ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে

মালদা,২১ সেপ্টেম্বর : প্রশাসনের নির্দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন দোকানগুলি সিস্টেমেটিক করার উদ্যোগ।
মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে দীর্ঘদিন ধরে ভিকেলস এজেন্ট এবং অন্যান্য ব্যবসায়ীরা বসে ব্যবসা করেন।

অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা প্রশাসনিক ভবনেও শুরু হয়েছে দুটি বাংলা সহায়তা কেন্দ্র। প্রতিদিন সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে মানুষ আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করতে ভিড় জমান প্রশাসনিক ভবন চত্বরে।

করোনা আবহে দীর্ঘ লাইন পড়ে দূর-দূরান্ত থেকে আসা আবেদনকারীদের। এই বিষয়ে সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো জানান, প্রশাসনিক ভবন চত্বরে প্রতিদিন ৫-৬ শতাধিক আবেদনকারীদের ভিড় জমে।

ওই এলাকায় যারা ভিকেলসের কাজ করেন এবং ব্যবসা করেন তাদের সেখান থেকে সরিয়ে সিস্টেমেটিক বসানো হবে।
ফাঁকা করে দেওয়া হবে প্রশাসনিক ভবন চত্বর।