সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যসভার অধিবেশন থেকে “সাসপেন্ড” হলেন ডেরেক ও’ব্রায়েন

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় নির্বাচনী আইন সংক্রান্ত আইন পাশের সময় সংসদের আইন বিধি (রুল বুক) ছুড়ে ফেলেন। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল ডেরেক ও’ব্রায়েনকে। ২৩ তারিখ পর্যন্ত চলা বর্তমান শীতকালীন অধিবেশনে আর তিনি যোগ দিতে পারবেন না বলে সংসদ সূত্রে খবর। এই ঘটনার প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে টুইট করেছেন ডেরেক৷

তিনি টুইটে লিখেছেন, ‘রাজ্যসভায় যেদিন বুলডোজার চালিয়ে কৃষি আইন পাস করিয়েছিল কেন্দ্র, সেদিন আমাকে বহিষ্কার করা হয়৷ আমরা সবাই জানি তারপর কী হয়েছিল৷ আজ বিজেপি যখন সংসদীয় কাজকর্মকে প্রায় উপহাসের পর্যায়ে নিয়ে গেছে, একই রকমভাবে বুলডোজার চালিয়ে নির্বাচনী আইন ২০২১ রাজ্যসভা থেকে পাস করিয়ে নিয়েছে, তখনও আমাকে একই রকমভাবে আমাকে সাসপেন্ড করা হল৷ আশাকরি, এই বিলও খুব দ্রুতই বাতিল করে করে দেওয়া হবে৷’

রাজ্যসভার বিরোধী দলনেতা ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ, অধিবেশন থেকে ওয়াকআউট করার সময় তৃণমূল সাংসদ রুলবুক চেয়ারম্যানের দিকে ছুড়ে মারেন৷ রাজ্যসভায় তখন নির্বাচনী আইন সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা৷ একই সঙ্গে বিরোধীরা সাসপেন্ডেড ১২ জন সাংসদকে ফিরিয়ে আনার ব্যাপারে বিক্ষোভ দেখাচ্ছিলেন৷