সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চা খে’তে এসেছেন? তবে খে’তে পারবেন চায়ের কাপও, নয়া Tea স্টলে ভি’ড় করছেন সকলেই

শীত-গ্রীষ্ম-বর্ষা, বাঙালির চা-ই ভরসা। ব্যস্ততম দিনের ক্লান্তি দূর করতে রাস্তাঘাটে চায়ের স্টলে গলা ভিজিয়ে নেওয়ার জন্য চা প্রেমীদের ভিড় জমাতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত চায়ের স্টলে ব্যবহৃত হয় মাটির ভাঁড় বা প্লাস্টিকের কাপ। মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা। তবে প্লাস্টিকের কাপ বা এই ধরনের ডিসপোজেবল কাপগুলোকে কার্যত পরিবেশের জন্য ক্ষতিকর। কেমন হবে যদি চায়ের সঙ্গে সঙ্গে চায়ের কাপটাও খেয়ে ফেলা যায়?

এমনই অভিনব ব্যবস্থা চালু হলো মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের শাহোদল শহরে চায়ের সঙ্গে সঙ্গে চায়ের কাপটাও খেয়ে ফেলতে পারছেন গ্রাহকেরা। একটি চায়ের দোকানে ওয়েফারের তৈরি কাপে গ্রাহকের হাতে তুলে দেওয়া হচ্ছে চা। এই ধরনের কাপ খাওয়া যায়। এটিকে অনেকটা বিস্কুটের মত খেতে লাগে। অসাধারণ স্বাদের এই ওয়েফারের তৈরি চায়ের কাপ খাওয়ার জন্যই কার্যত গ্রাহকেরা ভিড় জমাচ্ছেন ওই দোকানে।

সাধারণত কাঁচের কাপ বা ডিসপোজেবল গ্লাস যেমন পরিবেশের ক্ষতি করে তেমনি শরীরের ক্ষতি করে। এমতাবস্থায় একবারই ব্যবহার করার জন্য এমন ধরনের ওয়েফারের কাপ দারুণভাবে সারা যুগিয়েছে বাজারে। যেখানে চা খাওয়ার সঙ্গে সঙ্গে চায়ের কাপটাও খেয়ে ফেলা যায়। এমন এক কাপ চায়ের দাম পড়ছে কুড়ি টাকা। চা প্রেমীরা চায়ের সঙ্গে সঙ্গে সুস্বাদু ওয়েফারের আশ্বাদ নেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন।

এই চায়ের দোকান কার্যত গ্রাহককে খুশি করার পাশাপাশি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন। দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নিয়েছে এই চায়ের দোকানটি। চায়ের পাশাপাশি ওয়েফারের কাপ পাওয়ার জন্য এখন অনেকেই এই দোকানে ভিড় জমাচ্ছেন।