সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রেতারা টিকিট কে’টে কে’টে হয়রান, অভি’যো’গে বিদ্ধ হয়ে রাস্তায় নেমে বি’ক্ষো’ভ লটারি ব্যবসায়ীদের

বেনজির ঘটনার সাক্ষী হল উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের ২৫ নম্বর ওয়ার্ড এলাকা। দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ কিছু লটারি ব্যবসায়ীর। একটি বহুল প্রচারিত লটারি নিয়ে ধুন্ধুমার মধ্যমগ্রাম ২৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায়। স্থানীয় একাধিক দোকানে দীর্ঘদিন ধরে অনেক ক্রেতা নিয়মিত লটারি কিনলেও কারোরই কোনও অর্থপ্রাপ্তি হচ্ছে না।

এতেই ক্ষুব্ধ হন লটারি ব্যবসায়ীরা। আশেপাশের অঞ্চল গুলি থেকে নিত্যদিন কিছু না কিছু অর্থপ্রাপ্তি হলেও সংশ্লিষ্ট ওই এলাকার দোকানের থেকে কাটা টিকিটের প্রাপ্তি ভাড়ার শূন্য। তাতেই ক্ষেপে গিয়েছেন কিছু নিয়মিত লটারি ব্যবসায়ী। বুধবার রাতে কিছু লটারি ব্যবসায়ী নিজেদের দোকানের সমস্ত লটারি রাস্তায় ফেলে পুড়িয়ে প্রতিবাদ দেখাতে শুরু করে।

তাঁরা গঙ্গানগর এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। লটারি ব্যবসায়ীদের পাশাপশি অনেক ক্রেতাও এই বিক্ষোভ সামিল হন। সারা দিনে তিনটি সময়ে ভাগ করে খেলা হয় ওই নির্দিষ্ট লটারি।

আরো পড়ুন: মহাদেবের মন্দিরে কেন নন্দীর মূ’র্তি থা’কে? জানুন কারণ

লটারির খেলা সংশ্লিষ্ঠ সংস্থা সরাসরি সম্প্রচার করে বলে স্থানীয় সূত্রে খবর। সারা দিনে তিনবার ফলাফল প্রকাশিত হয়। রাজ্যের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এই দৈনিক লটারির।

নিত্যদিনই বিভিন্ন জেলার দিনমজুর বা আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের প্রাপ্তিযোগ খবর উঠে আসে সংবাদ মাধ্যমে। কিন্তু মধ্যমগ্রামের গঙ্গানগর অঞ্চলের লটারির ব্যবসায়ীদের অভিযোগ, ওই লটারি সংস্থার কার্যকলাপ পুরোটাই ফেক, মানুষের কাছে লোভ দেখিয়ে লুট করছে তারা।

আশেপাশের অঞ্চলে অর্থপ্রাপ্তি হলেও এই অঞ্চলে প্রাপ্তির ফাঁড়া কাটতে চাইছে না। লটারি ব্যবসায়ী শশী প্রামাণিক বলেন, আমরা এই ব্যবসা আজ থেকে করছি না, বহুদিন থেকে করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এলাকা থেকে কোন পুরস্কার আসেনি।