সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চু’ম্ব’নে’র সময় ঠোঁ’টে ঠোঁ’ট রাখে কেনো মানুষ? কখনো ভেবেছেন কি?

চু’ম্ব’ন, এটি যদি হয় আড়ালে, তাহলে কোন অসুবিধা নেই, কিন্তু প্রকাশ্যে চু’ম্ব’ন মানেই আলোচনা এবং সমালোচনা। কিন্তু কেন? ভালোবাসার অন্যতম একটি মাধ্যম হলো চু’ম্ব’ন। জড়িয়ে ধরা, প্রণাম করাও যেমন, তেমন চু’ম্ব’ন করা একটি অন্যতম মাধ্যম। কোন শিশুকে চু’ম্ব’ন করলে যখন কোনো সমালোচনা হয় না তখন কেন সমবয়সী দুটি ব্যক্তি চু’ম্ব’ন করলে সমাজের সামনে ছোট হতে হয় তাদের?

চলুন জেনে নেওয়া যাক, চু’ম্ব’নে’র মাধ্যমে ঠিকই অনুভূতি বিনিময় হয়। তাহলেই বোঝা যাবে, কেন চু’ম্ব’ন এত জনপ্রিয়। চু’ম্ব’নে’র পরিচয় হয় জন্মের পর থেকেই। মাতৃদুগ্ধ পান করার সময় একটি শিশু চুম্মন প্রক্রিয়া জেনে নেয়। চুম্মণ প্রক্রিয়ার মাধ্যমে মায়ের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপন হয় একটি শিশুর।

অন্যান্য প্রাণীদের মধ্যে মুখে করে শিশুকে খাবার এনে খাওয়ানোর একটি চল আমরা দেখতে পাই। এভাবেই ছোট থেকে ঠোঁটে ঠোঁট নিয়ে আসছে সকলের। ঠোঁট হলো সবথেকে অনুভূতিশীল অঙ্গের মধ্যে একটি। তার স্পর্শে ভালোবাসা ভালোলাগা সহজেই মানুষ টের পেয়ে থাকে

ঠোঁট হলো এমন একটি অঙ্গ, যাকে পোশাকের আচ্ছাদনে ঢেকে রাখতে হয় না। কিন্তু প্রকাশ্যে ঠোঁট ছুঁইয়ে একটি চু’ম্ব’ন দুটি মানুষকে কাছে আনতে পারে। একে অপরের ঘ্রাণ নেওয়া থেকে শুরু করে উষ্ণতা বিনিময়, সবকিছুই হয় এই চু’ম্ব’নে’র দ্বারা।