সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব আ’প’ত্তি খা’রি’জ, বিশ্বের সবচেয়ে ব’ড়ো চিড়িয়াখানা বানানোর ছাড়পত্র পে’লো আম্বানি

মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তম চিড়িয়াখানা গড়ায় অনুমোদন পেল। এই বিষয়ে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বা সেন্ট্রাল জু অথরিটি-র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা জনস্বার্থ মামলা শনিবার খারিজ করেছে শীর্ষ আদালত।

গুজরাতের জামনগরে রিলায়্যান্সের তেল শোধনাগারের অদূরে প্রায় ২৮০-একর জমির উপর বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ার জন্য বছর দেড়েক আগেই সেন্ট্রাল জু অথরিটি ছাড়পত্র দিয়েছিল। কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি তোলেন পরিবেশপ্রেমীদের একাংশ।

বিধি ভেঙে কেন একটি বেসরকারি শিল্পসংস্থাকে চিড়িয়াখানা গড়া এবং বন্যপ্রাণ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে, সে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করেছিলেন তাঁরা।

আরো পড়ুন: আমি ভারতীয় রেলের আ’য় বাড়িয়েছি, করিনার ম’ন্ত’ব্য শু’নে হাসির রো’ল নেটপাড়ায়

শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, অম্বানীদের প্রস্তাবিত গ্রিনস জুলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার স্বীকৃত চিড়িয়াখানার পাশাপাশি প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রের ভূমিকাও পালন করবে।