সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৭০ ধা’রা উ’ঠি’য়ে দেওয়ার প’র ১৭০০ কাশ্মীরি পন্ডিতকে সরকারি চাকরি কেন্দ্রের

370 ধারা বাতিল করার পর থেকেই, কাশ্মীরি পণ্ডিতদের অনেক আশা যুগিয়েছিল কেন্দ্র। পরবর্তী সময়ে সেই আশা পূরণও করেছে তারা। জানা যাচ্ছে 1700 কাশ্মীরি পণ্ডিত কে বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগ করেছে কেন্দ্র। এমনটাই সম্প্রতি জানা যাচ্ছে, প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এর তরফ থেকে। তিনি গতকাল বুধবার রাজ্যসভায় জানিয়েছেন এই তথ্য।

রাজ্যসভায় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাশ্মীর পণ্ডিতদের চাকরির বিষয় নিয়ে বলেন, 1700 জন কাশ্মীরি পণ্ডিত কে সরকারি বিভাগে নিয়োগ করা হয়েছে সাথেই 1,54,712 এর মধ্যে 44,684টি পরিবারকে ত্রাণ ও পুনর্বাসন দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন, 2019 সালের 5 ই আগস্ট 370 ধারা বাতিল করার পর থেকেই, কেন্দ্র কাশ্মীরি অভিবাসী পরিবারগুলির পুনর্বাসনের জন্য 1697 জন কে সরকারি ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে ও অতিরিক্ত1140 জনকে বেছে নেওয়া হয়েছে এই বিষয়ে।

তুলনামূলক জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমন করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আগের তুলনায় অনেকটাই এখন শান্ত কাশ্মীর, এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি একসাথে আরো যুক্ত করেছেন, 370 ধারা বাতিল করার পর জম্মু-কাশ্মীরের যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য কোন সরকারি সম্পত্তির ক্ষতি হয়নি।