সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঝ আকাশে বি’প’ত্তি, করাচিতে জ’রু’রি অবতরণ করলো ভারতীয় বিমান

পাকিস্তানে এবার ইমারজেন্সি ল্যান্ডিং দিল্লি থেকে দুবাই যাত্রা করা বিমান স্পাইস জেটের। স্পাইস জেট বিমান এসজি-১১ তার যান্ত্রিক গণযোগের কারণে ইমারজেন্সি ল্যান্ডিং করলো পাকিস্তানে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বিমানটিকে যান্ত্রিক ত্রুটির কারণেই আজ মঙ্গলবার করাচি বিমানবন্দরের জরুরি অবতরণ করা হয়েছে।

তবে সুখবর হলো সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছে। তবে হ্যাঁ নির্দিষ্ট কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। স্পাইস জেট বিমানটি। যেখানে কিনা এই পরিস্থিতির মধ্যে পরতে হয়েছে তাদের, তা জানা যায় নি।

৭৩৭ বোয়িং বিমান এটি, যার বদনাম রয়েছে সারা পৃথিবী জুড়েই। কারণ বহুবার এই মডেলের বিমান অসুবিধার সম্মুখীন হয়েছে। বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পরেছে বলে অনুমান করা হচ্ছে। গত কয়েকমাস আগে বিমান দুর্ঘটনা যে হয়েছিল সেটাও কিন্তু ছিল এই বোয়িং ৭৩৭।

আরো পড়ুন: বিপত্তারিণী পুজোতে কেন হাতে লাল সুতো বা’ধা হ’য়?

এদিকে অবশ্য স্পাইজ জেটের পক্ষ থেকে জানানো হয়েছে , কন্ট্রোল প্যানেলের একটি বাতি নাকি আশ্চর্যজনক আচরণ করায়, বিমানটিকে জরুরি ল্যান্ডিং করানো হয়। অবশ্য সেই ইন্ডিকেটর নাকি ছিল জ্বালানির। জ্বালানি দ্রুত শেষ হয়ে যাচ্ছিল।

মনে করা হয়েছে হয়তো কোনো লিক হয়েছে ডানাগুলির কোনো একটি ট্যাঙ্কে। তাই এমনটা হয়েছে। এই অবতরণ কখনই জরুরি নয়, এটি ছিল সতর্কতামূলক, করাচিতে একেবারে নিরাপদেই অবতরণ করে বিমানটি, তাই এখন চিন্তার কারণ নেই। তবে আগামীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা স্পষ্ট নয়।