সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাইগার হিলে ঘু’র’তে যাওয়া নিয়ে নয়া জ’ট! বি’র’ক্ত পর্যটকরা

টাইগার হিলে ভিড় কমাতে প্রশাসন তাদের কুপন সিস্টেমে বদল এনেহে। কিন্তু তাও ভিড় কমানো যাচ্ছে না। শৈলশহরের সবথেকে আকর্ষণীয় স্থান, যেটা টুরিস্টদের কাছে স্বর্গ। কিন্তু সেখানে এক নতুন সমস্যা দেখা দিয়েছে, যেটা নিয়ে ক্ষুব্ধ ট্যুর অপারেটর সহ পর্যটকেরা। টাইগার হিলের আকর্ষণীয় দেখার জিনিস হল সূর্যোদয়। এক নৈসর্গিক দৃশ্য যাকে বলে।

সেটা কি আর কেউ মিস করতে চায়। সবাই কিন্তু দার্জিলিং বেড়াতে যায় সেই কারণেই। সেখানে দেশ বিদেশের সমস্ত মানুষ ভিড় জমায়, আর ভিড় এতটাই হয় যে, সেটা সামলানো মুশকিল হয়ে পরে। দেখা যাচ্ছে টাইগার হিলের খরচ ক্রমশ বেড়েই চলেছে। কারণ টাইগার হিলে প্রবেশ মূল্য এখন বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।

যেটা অনেকটাই অবাঞ্ছিত বলে মনে করছে। যার কারণে টাইগার হিলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে পর্যটকেরা। অবশ্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, অতিরিক্ত চার্জের কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জনয় নূন্যতম চার্জ যেটা ধার্য করেছে জিটিএ ও বন দফতর।

আরো খবর: মমতার উল্টো পথে হাঁ’ট’লে’ন যোগী, “The Kerala Story” উত্তরপ্রদেশে কর’মু’ক্ত ঘোষণা

দৈনিক শতাধিক মানুষ টাইগার হিলে যায় , আর তাদের ফেলা আবর্জনা পরিষ্কার করার জন্যই এই টাকা ধার্য করা হয়েছে। এখানেই শেষ নয় টাইগার হিলে যাওয়ার ভিড় কমাতে প্রশাসনের তরফ থেকে কুপনের ব্যবস্থা করেছে। সেটা নিয়েও এক প্রকার সমস্যা রয়েছে।

টাইগাল হিলে যাওয়ার জন্য আগে গাড়ির চালকদের কুপন সংগ্রহ করতে হয়। দৈনিক ৫৫০ টি কুপন দেওয়ার ব্যবস্থা রয়েছে। সকাল ৮ ট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

তাই একজন ট্যুর অপারেটর বলছে, কুপন সিস্টেম চালু হওয়ার পর থেকে টাইগার হিলের রুটে যাইতে চাইছে না ড্রাইভারেরা। যদি কোনো পর্যটক ট্যুর ক্যানসেল করে দেয় তাহলে কুপন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও নেই। যার কারণেই দারুণ ঝক্কির মধ্যে টাইগার হিল ভ্রমণ আরও জটিলহয়ে উঠেছে।