সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার উল্টো পথে হাঁ’ট’লে’ন যোগী, “The Kerala Story” উত্তরপ্রদেশে কর’মু’ক্ত ঘোষণা

মমতা ব্যানার্জীর একেবারে উলটো পথে হাটল যোগী আদিত্যনাথ। যেখানে মমতা ব্যানার্জী দ্য কেরালা স্টোরিকে ব্যান করে দিলেন সেখানেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দ্য কেরালা স্টোরিকে ট্যাক্স ফ্রি করে দিলেন। আর এতে সিনেমা প্রেমীদের আরও উতসাহ বৃদ্ধি হবে বলেই মনেকরা হচ্ছে।

এখানেই শেষ নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার ক্যাবিনেট মন্ত্রীদের জন্য ছবি দেখার একটি স্পেশাল স্ক্রিনিং ও করা হতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল সোমবার দ্য কেরালা স্টোরির বিরুদ্ধে জাত পাতের অভিযোগ করেন ও সাথে একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তাই শেষ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গে সিনেমাটিকে ব্যান করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক উলটোদিকে যোগী আদিত্যনাথ এই সিনেমাকে কর মুক্ত করে দেওয়ার বার্তা দেয়। যোগী আদিত্যনাথ একটি টুইট করেন, সেখানে তিনি বলেন দ্য কেরালা স্টোরিকে উত্তরপ্রদেশে করমুক্ত করা হচ্ছে।

আরো খবর: মাছ না সোনা? ২ কেজি ইলিশের দা’ম ৫ হাজার টা’কা, দাম শুনেই আ’তঁ’কে উঠছেন ক্রেতারা

এই যে সিদ্ধান্ত তা অনেকটাই তাতপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অবশ্য উত্তরপ্রদেশ প্রথম নয়, সবার আগে মধ্যপ্রদেশ এই সিনেমাকে করমুক্ত ঘোষণা করে।

বিতর্কিত এই সিনেমা নিয়ে দেখা যাচ্ছে রাজ্যগুলোর মধ্যে মতবিরোধ সৃষ্টি হচ্ছে। তবে এই সিনেমার ট্রেলার আসার পর থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। যেটা আগামী দিনেও যে আরও চলবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে।