সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাছ না সোনা? ২ কেজি ইলিশের দা’ম ৫ হাজার টা’কা, দাম শুনেই আ’তঁ’কে উঠছেন ক্রেতারা

সাধারণত বর্ষাকালে ইলিশ মাছ ডিম পাড়তে সমুদ্র থেকে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে। এরপর নদীতে ডিম পেড়ে তারা আবার সমুদ্রে ফিরে যায়।তাই বর্ষাকাল হল ইলিশ মাছের সময়। এই সময়ে মাঝিরা প্রচুর ইলিশ মাছ ধরেন।

ইলিশের মরশুম এখনও আসেনি। কিন্তু এখন থেকেই জালে উঠতে শুরু করেছে ইলিশ। গত রবিবার, পটুয়াখালীর পায়রা নদীতে এক মৎস্যজীবীর প্রতিদিনের মত মাছ ধরছিলেন।

জাল তুলতেই তিনি হতবাক। তিনি দেখতে পান জালে উঠেছে প্রায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এই মরশুমে এতবড় আকারের ইলিশ এই প্রথম।

আরো খবর: আগামী ৩ দিন তীব্র দাবদা’হে পু’ড়’তে চলেছে দক্ষিণবঙ্গ! স্ব’স্তি ক’বে পাওয়া যাবে?

এরপর তিনি ওই মাছ পায়রাকুঞ্জ খেয়াঘাটে বিক্রি করতে নিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় বাজারে। পাঁচ হাজার টাকায় শাহ কামাল নামের এক মাছ বিক্রেতা সেই মাছ কিনে নেন।

মৎস্যজীবীরা জানিয়েছে মরশুমের শুরুতেই এতবড় আকারের মাছ জালে ওঠা,তাদের জন্য সুসংবাদ এবং শুভ ইঙ্গিত।