সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা বিমান’বন্দর থে’কে চার’টি তে’জ’স্ক্রি’য় প’দা’র্থ সহ দু’জন’কে গ্রে’প্তা’র করলো সি’আই’ডি

কলকাতা বিমানবন্দর থেকে চারটি তেজস্ক্রিয় পদার্থ সহ দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি

কলকাতা বিমানবন্দর চত্বর থেকে চারটি উজ্জ্বল তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করলো সিআইডি। সিআইডির সন্দেহ, এই শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থগুলি আসলে ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম প্রায় ১৭ কোটি টাকা। কলকাতা বিমানবন্দরের কাছে যে পরিমাণে এই শক্তিশালী পদার্থ উদ্ধার করা হয়েছে তাতে ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে দাবি সিআইডির।

সিআইডির তরফ থেকে জানানো হয়েছে, ওই চারটি ক্যালিফোর্নিয়ামের টুকরোর মোট ওজন ২৫০.৫ গ্রাম। এই পাথরের মতো দেখতে বস্তুগুলি যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তারা আসলে হুগলি জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের মধ্যে একজনের নাম শৈলেন কর্মকার। তার বাড়ি সিঙ্গুরে। দ্বিতীয় জনের বাড়ি পোলবায়। তার নাম অসিত ঘোষ। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।

ধৃত ওই যুবকের কাছ থেকে বহুমূল্য ওই ক্যালিফোর্নিয়ামের টুকরোগুলি উদ্ধার করা হয়েছে। সেগুলি সত্যিই তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে সেগুলিকে। ছাই রঙের দেখতে পাথরগুলোকে ইতিমধ্যেই গবেষণাগারে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, বিশ্বের অন্যতম দামি তেজস্ক্রিয় পদার্থ হলো ক্যালিফোর্নিয়াম। ক্যান্সারের চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এই ক্যালিফোর্নিয়াম। এছাড়াও বিস্ফোরক চিহ্নিত করার কাজেও ক্যালিফোর্নিয়াম ব্যবহার করা হয়।