সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’হু খোঁজাখুঁজির পর মি’লে’ছে পাত্রী, ২.৩ উচ্চতার যুবক আ’ম’ন্ত্র’ণ জানালেন মোদি-যোগীকে

এই পৃথিবীতে কত মানুষ কত সমস্যা নিয়ে জন্মায়। কেউ কথা বলতে পারেন না, তো কেউ আবার কানে শুনতে পান না এরকম ছোটো বড়ো কত সমস্যা নিয়ে জন্মায়। ঠিক তেমনি আরো একটি সমস্যা হলো সল্প উচ্চতার মানুষ হয়ে জন্মানো। এই খাটো হওয়ার জন্য সমাজে কত যে উপহাস সহ্য করতে হয় তাঁর ঠিক নেই, তাদের জীবন যাপনেও ভোগ করতে হয় একাধিক সমস্যা। আর ঠিক সেরকমই একজন হলেন উত্তরপ্রদেশের শামলি জেলার কাইরানা শহরের বাসিন্দা আজিম মনসুরি।

এই ব্যাক্তির উচ্চতা ২.৩ ফুট। পেশায় একটি প্রসাধনীর দোকান চালান তিনি। তাঁর পরিবার সাচ্ছন্দেই চলে যায়। কিন্তু বিয়ের বয়সে বিয়ে করতে চাইলে তাঁকে পোহাতে হয় একধিক ঝামেলা। এই কম উচ্চটা হওয়ার জন্যই অধিকাংশ পাত্রী পক্ষ তাঁকে রিজেক্ট করে দেয়। এই প্রত্যাখ্যান তাঁকে বিষণ্ণ করে দেয়।

অবশেষে উপায় না পেয়ে সে পুলিশের কাছেই তাঁর পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানায়। পুলিশদের খুব মন খারাপের সাথেই বলেন তিনি, ”আমি রাতে ঘুমতে পারি না। এতদিন ধরে চেষ্টা করছি। তবুও পাত্রী পাওয়া যাচ্ছে না। আমি কি আমার জীবনটা কারও সঙ্গে ভাগ করে নিতে পারব না?”

এই ৫ রাশির জীবনে খা’রা’প সময় ব’য়ে আ’ন’বে মার্গী বৃহস্পতি, হ’তে পা’রে লোকসান

আর এই খবরটি শিরোনামে তখনই আসে। তাঁর মেয়ের খোঁজ ও চলতেই থাকে। বাড়ি থেকেও চেষ্টা করে কিন্তু শেষ অবধি পাঁচ বছর পরে তিনি তাঁর পাত্রী পান। শোনা যায় গত বছরের এপ্রিলেই আজিমের সঙ্গে বাগদান সেরেছেন তিনি পাত্রীর বুশরার সঙ্গে। নিজে পঞ্চম শ্রেণীর বেশি না পড়লেও তাঁর পাত্রী বুশরা তখন স্নাতক স্তরের পড়াশোনা করছেন।


তাই সেই পড়া শেষ না হওয়া অবদি বিয়ে হয়নি তাদের। এবার পড়াশোনার শেষ হয়েছে তাই এই বছরের নভেম্বরে নতুন সংসার শুরু করতে চলেছেন তাঁরা। উল্লেখ্য, বুশরার উচ্চতা ৩ ফুট। বিয়েতে বিশেষ শেরওয়ানি ও থ্রি পিস স্যুট পরবেন বলে মনস্থ করে ফেলেছেন আজিম।

অপেক্ষা জীবনের বিশেষ দিনটিকে স্বপ্নের মতো করে গড়ে তোলার। আপাতত সেই অপেক্ষাতেই অধীর তিনি। আর সেই বিশেষ দিনটিতে তিনি আমন্ত্রণ জানাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তিনি চান তাঁরা আসুন তাদের বিয়েতে। এবার তাঁরা আসবেন কিনা সেটাই দেখার।