সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়াতে ভারতীয় নৌসেনাকে জা’তী’য় পতাকা তু’ল’তে বা’ধা দি’লো স্থানীয়রা, ক’ড়া ব্যবস্থার হুঁ’শি’য়া’রি

স্বাধীনতা দিবসের ঠিক আগে ঘটে গেল এক অসম্মানজনক ঘটনা। ভারতীয় নৌসেনাকে জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া হল দেশেরই এক অঙ্গরাজ্যে। ঘটনাটি ঘটেছে গোয়ার এক ছোট্ট দ্বীপে। ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, দক্ষিণ গোয়ার সান জাসিন্তো দ্বীপে স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করতে হচ্ছে। কারণ, স্থানীয়রা ওই কর্মসূচিতে বাধা দিচ্ছে। আসলে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে প্রতিরক্ষামন্ত্রক ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নামের একটি কর্মসূচি পালন করছে। যার অংশ হিসাবেই ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের কর্মসূচি ছিল দক্ষিণ গোয়ার দ্বীপটিতে।

সেই উপলক্ষে পতাকা উত্তোলন করতে চাইলে ভারতীয় নৌসেনাকে বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কিছুতেই নৌসেনার জওয়ানদের এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে কোনও অনুষ্ঠান করতে দিতে চায় না। আসলে বাসিন্দাদের একাংশের ধারণা, সরকার তাঁদের ছোট্ট দ্বীপটির উন্নয়নের নামে ভবিষ্যতে বেসরকারি হাতে তুলে দিতে পারে। সেক্ষেত্রে তাঁদের অস্তিত্বই সংকটে পড়বে। এটা যে সেই ঘটনারই পপ্রতিবাদ এমনই অনুমান করা হচ্ছে।

নেভি এই অভিযোগ জানাতেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নৌসেনাকে জানান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই কর্মসূচি পালন করতে। গোয়ার মুখ্যমন্ত্রীর বক্তব্য,”এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আমি এর তীব্র নিন্দা করছি। আমি নৌবাহিনীকে অনুরোধ করছি তারা যেন কর্মসূচি বাতিল না করে। গোয়া পুলিশ তাঁদের পূর্ণ সহযোগিতা করবে।আমরা সবসময় দেশকে প্রাধান্য দিই। দেশবিরোধী কার্যকলাপ কোনোভাবেই দমন করা যাবে না। “