সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গালওয়ান ঘাঁটিতে স্বামীর মৃ’ত্যু’র পর ছেড়েছিলেন শিক্ষিকার চাকরি, এখন সেনার লেফটেন্যান্ট হলেন স্ত্রী

আমরা সবাই জানি গালওয়ান উপত্যকায় ভারতের সাথে চীনের সংঘর্ষ হয়েছিল, সেখানেই এক ভারতীয় সেনা যিনি শহীদ হয়েছিল। বীরচক্রপ্রাপ্ত দীপক সিংহ। এবার সেই শহীদ সেনার স্মৃতি সাথে নিয়েই ল্যাফটেন্যান্ট পদে যোগ দিলেন তার স্ত্রী।

আমরা সবাই জানি ২০২০ সালের ১৫ ই জুন ভারত-চীন সংঘর্ষ হয়েছিল। সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় দীপক সিংহ। দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ হারায় তার। তার এই অবদান দেশ কখনই ভুলতে পারবে না।

মৃত্যুর ঠিক ১৫ আগেই তাদের বিয়ে হয়েছিল। তার স্ত্রী রেখা বলেছেন, দীপক সবসময় সেনাবাহিনীতে কাজ করতে চাইতেন। স্বামীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার জীবন একেবারে বদলে গিয়েছিল।

আরো পড়ুন: হাওয়াই চটি চু’রি হয়েছে বলে থানায় অভিযোগ, কেউ অ’ন্যা’য় ভা’বে ব্যবহার করলে আমি দা’য়ী নই!

কিন্তু স্বামীর কথা মনে রেখেছেন তিনি, স্বামীর স্বপ্নের কথা ভুলেননি তিনি। যার কারণে শিক্ষকতার চাকরি ছেড়ে দেন রেখা, সেনার প্রবেশিকা পরীক্ষার জন্য নয়ডায় চলে যান তিনি।

স্বাভাবিকভাবেই সাধারণ চাকরি করার মহিলার পক্ষে,সেনার প্রশিক্ষণ করা সহজ ছিল না। কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে, প্রথমবারের সেনাবাহিনীর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। কিন্তু হাল না ছেড়ে, দ্বিতীয়বার চেষ্টা করে সেনাবাহিনীতে সুযোগ পান তিনি।