সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাওয়াই চটি চু’রি হয়েছে বলে থানায় অভিযোগ, কেউ অ’ন্যা’য় ভা’বে ব্যবহার করলে আমি দা’য়ী নই!

আমাদের দেশে দৈনন্দিন কোন কোন জায়গায় চুরির ঘটনা সর্বদায় শোনা যায়। চুরি বড় হোক কিংবা ছোট, সেটা কিন্তু চুরি ই। তাই সব সময় চুরির ঘটনা কানে আসে সেটা সোনা চুরি থেকে শুরু করে মোবাইল ফোন কিংবা গাড়ি বা বাইক।

সম্প্রতি এমন একটি চুরির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনি অবাক হতে বাধ্য। চুরি হওয়ার কারণে এক ব্যক্তি এক অদ্ভুত ঘটনা ঘটালেন, যা সত্যিই বিরল। ইতিমধ্যেই সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা গেছে।

আমরা কি করি? যদি কখরও খুবই মূল্যবান বস্তু চুরি যায়, সেটা মোটর বাইক হতে পারে কিংবা সোনাদানা, টাকা, বাসনপত্র যা খুশি হতে পারে। সেইসব চুরি গেলে পুলিশের কাছে অভিযোগ জানাই।

আরো পড়ুন: Redmi-র থেকেও আ’রো স’স্তা OnePlus, আজই অ’ফা’র শে’ষ

কিন্তু সামান্য জুতা চুরি হওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ করেছেন এক ব্যক্তি।জুতা চুরি হয়েছে, তা জানতে পেয়েই সটানে অভিযোগ জানাতে পৌঁছে যান থানায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নের খাচরোদ থানায় ।

সেখানে পৌঁছে ১৮০ টাকার চুরি হওয়া জুতার অভিযোগ জানায় ব্যক্তি। এখানেই শেষ নয়, সেই ব্যক্তি মনে করেন চোর তার জুতার অপব্যবহার করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জুতা খুঁজে দেওয়া হোক তাকে।

শুধু মুখে নয় হাতে একটি আবেদনপত্র নিয়ে গিয়েছেন তিনি।সেখানেই তিনি জানিয়েছেন যদি চোর তার জুতার অপব্যবহার করে তাহলে আমি দায়ী থাকবো না।

জানা গিয়েছে কৃষক জিতেন্দ্র বাগরি এমন যার সাথেই এই ঘটনা ঘটেছে ও প্রথম তিনি এমন একজন যিধি জুতা চুরির অপরাধে অভিযোগ জানাতে গেছে।

আরো পড়ুন: কোন কোন জেলায় ঘূর্ণিঝড়ের বে’শি প্র’ভা’ব পড়বে?

থানায় একটি আবেদনপত্র নিয়ে তিনি উপস্থিত হয়েছেন সেখানে তিনি লিখেছেন, আমার বাড়ি থেকে কেউ একজন চপ্পল চুরি করে নিয়ে গেছে।

যদি কোনো অজ্ঞাত ব্যক্তি সেই চুরি করার চপ্পল অন্য কোথাও রেখে আসে তাহলে আমি মামলায় জড়িত হতে পারি। তাই উক্ত অজ্ঞাত চোর যদি আমার চপ্পল অপব্যবহার করে থাকে, তাহলে তার জন্য আমি দায়ী থাকবো না।