সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

UPI সিস্টেমের মা’ধ্য’মে এবার বিদেশেও করা যা’বে পেমেন্ট, চ’ল’ছে আলোচনা

এবার শুধু ঘরে বসে দেশের মাধ্যমেই টাকা ট্রান্সফার করা নয়। ইউ পি আই এর মাধ্যমে এবার বিদেশেও টাকা ট্রান্সফার করা যাবে সহজেই। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা হল এন পি সি আই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড।

এবার ভারত চেষ্টা করছে এই ওয়ার্ল্ড লাইনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভারত থেকে ইউরোপে টাকা লেনদেন করতে। এখন ভারতে কি হারে ইউ পি আই পেমেন্ট জনপ্রিয় হয়ে উঠেছে সেটা আর নতুন করে বলার কিছুই নেই।

ইতিমধ্যেই ভারতের কয়েকটি প্রতিবেশী দেশে এই ইউ পি আই পরিষেবা চালু হয়েছে, ২০২১ সালে দেশে ইউ পি আই এর লেনদেনের পরিমাণ ছিল ৩৮.৭৪ বিলিয়ন টাকা। তবে শুধু যে ইউ পি আই তা নয় ইউরোপে রেপু ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডো ব্যবহার করা যাবে সহজে।

আরো পড়ুন: আ’ছে ১১ সন্তান, বয়স মা’ত্র ৫৬ বছর, মেয়েদের বি’য়ে’র দিন ফের বি’য়ে করলেন বাবা

ইতিমধ্যেই রুপেকে বিভিন্ন দেশে গ্রহণ যোগ্য করা নিয়ে চেষ্টা চলছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন। আগামী দিনে রুপে অনেক দেশেই ইতিবাচক খবর নিয়ে আসবে। ইতিমধ্যেই ইউ এ ই ও সিঙ্গাপুর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।