সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে থেকে চলবে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস?

তিন তিনটি বন্দে ভারত পেয়েছে বাংলা। যা স্বাভাবিকভাবেই পূর্ব রেলের এক গৌরব উজ্জ্বল অধ্যায়। আগামী সপ্তাহে চালু হতে চলেছে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। কেমন হবে এই ট্রেনের যাত্রা কতই বা হবে ভাড়া সবটাই জেনে নিয়েছেন সাধারণ মানুষ।

এই নতুন এক্সপ্রেস নিয়ে বাড়তি উৎসাহের কোন কমতি নেই মানুষের মধ্যে। কিন্তু কবে থেকে চালু হবে এই বন্দে ভারত দেখে নিন এক নজরে। আগামী সোমবার নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে চলেছে এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআইয়ের মাধ্যমে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে এটি চলবে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস যে রুট দিয়ে যায় তার উল্টো দিক দিয়েই যাবে এটি। ভারতীয় রেলের তরফে যদিও আপাতত সরকারিভাবে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে শনিবার দুপুরে ভারতীয় রেলের সোশ্যাল মিডিয়া পেজে এর একটি টিজার প্রকাশ করা হয়েছে।

সেখানে যদিও খোলসা করে কোন নাম ঘোষণা করা হয়নি তবে আসামের লোকসংস্কৃতি বিহুর ঝলক দেখা দিয়েছে। বোঝা যাচ্ছে গুয়াহাটির একটা ঝলক প্রকাশ করা হয়েছে। নরেন্দ্র মোদি সবুজ পতাকা নাড়িয়ে যে এই ট্রেনের সূচনা করবেন এটা বলাই বাহুল্য।

অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে এটি। রেলের তরফে এক্সপ্রেসের সময়সূচি জানানো হয়েছে সকাল ছয়টা বেজে দশ মিনিটে ছাড়বে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে গুয়াহাটিতে পৌঁছাবে ঠিক দুপুর ১২:০০ টায়।

আবার বিকেল সাড়ে চারটে গুয়াহাটি থেকে ছাড়বে বনদে ভারত। নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাবে রাত দশটা বেজে কুড়ি মিনিটে। নিউ আলিপুরদুয়ার কোকরাঝাড় কামাখ্যাগুড়ি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। সঙ্গে আরো দুটো প্রান্তিক স্টেশনে এর স্টপেজ হবে।