Home অফবিট স’রে যাও ট্রেন আসছে, তাও রেললাইন পেরোতে গি’য়ে যা হলো মহিলার! ভিডিও...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’রে যাও ট্রেন আসছে, তাও রেললাইন পেরোতে গি’য়ে যা হলো মহিলার! ভিডিও দেখলে ভ’য় পেতে বা’ধ্য

বর্তমানে মানুষের জীবনে সময় অত্যন্ত কম কাজ অত্যন্ত বেশি তাই কিভাবে শর্টকাটের সমস্ত কাজ সেরে নেওয়া যায় সেটাই এখনকার মানুষদের মূল ভাবন না শর্টকাট ব্যবহার করে হয়তো নানান বিপদের সম্মুখীন হতে পারেন তারা। এরকমই একটি সময় বাঁচানোর শর্টকাট রাস্তা হল রেললাইন পার কিন্তু এটা যে কতটা মারাত্মক হতে পারে সেটা মানুষ জেনে থাকলেও সবসময় না জানার ভান করেন।

রেললাইন পেরিয়ে এপার থেকে ওপার জান। রেললাইনের ধারে বোর্ডে লেখায় থাকে রেল পারাপার হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কিন্তু এই বোর্ডকে কেইবা পাত্তা দেয়? বোর্ড তো দূরের কথা সাবধানতা অবলম্বন করার কথা বললেও সেটা হয়তো কয়েক জন মাথায় নেন, কেননা সময় বাঁচাতে হবে তাদের এবং এই সময় বাঁচাতে গিয়ে যদি প্রাণ চায় তাও তাতে মঞ্জুর।

সম্প্রতি এই রেল পারাপার হওয়া বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি হাড় কাঁপানো মতই। একটি এক্সপ্রেস ট্রেন চলতে চলতে রেললাইনের মাঝপথে দাঁড়িয়ে পড়ে এবং সেই মুহূর্তেই কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইন পারাপার হওয়ার কথা ভাবেন এবং তাদের ভাবনা অনুযায়ী তারা সেই কাজটি করেন।

আরো পড়ুন: KK-কে অপ’মা’ন করে এখন শ্রদ্ধা জানাচ্ছেন? ক’টা’ক্ষে’র শি’কা’র রূপঙ্কর বাগচী

সেই সমস্ত যাত্রীদের মধ্যে বয়স্ক মহিলা থেকে শুরু করে বাচ্চাও ছিলেন বেশ কয়েকজন যাত্রী রেললাইন পার হয়ে গিয়েছিলেন কিন্তু কিছু যাত্রী তাদের ব্যাগপত্র আনা-নেওয়া করছিলেন বারবার। রেললাইনের এপার থেকে ওপার যারা করছিলেন তাদের মধ্যে এক মহিলা তার ব্যাগ রেখেছিলেন রেললাইনের মাঝখানে এবং এই ব্যাগটি নিতে আসার সময় হঠাৎ ১০০ মিটার দূর থেকে একটি ট্রেনের আওয়াজ পাওয়া যায়।


দ্রুত গতিতে এগিয়ে আসছিল সেই ট্রেন। সেই মহিলা ব্যাগটি নিতে এসে রেললাইন পার হবেন কি হবেন না সেটা নিয়েই ভাবতে শুরু করেছিলেন এমন সময় ট্রেনের মধ্যে থাকা এক যাত্রী চিৎকার করে উঠে বললেন যে ট্রেনের লাইন থেকে সরে দাঁড়ান। সেই ভদ্রমহিলা কি করবেন বুঝতে না পাড়ায় ট্রেনটির সামনে এসে গিয়েছিল।

এমন সময়ে সেই মহিলা যাত্রী পার হয়ে যায় যার ফলে একটু জন্য তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এই গোটা ঘটনাটির যারা প্রত্যক্ষদর্শীর তারা এই ঘটনায় একজন আতঙ্কিত হয়ে উঠেছিলেন এবং এই আতঙ্কিত ভিডিওটি শেয়ার করেছেন আইএসএস আধিকারিক অবনীশ শরণ। এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে যাত্রীদের এইটা বুঝিয়ে দিলেন যে আগামী দিনের রেললাইন পারাপার করা কতটা বিপদজনক হতে পারে।