সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দী’র্ঘ দেড় বছর পর মা’ত্র একজন পর্যটককে ঢু’ক’তে দেওয়া হ’চ্ছে ভুটানে, তাতেই উ’ল্লা’স

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ভুটানের দরজা আবার খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। যার ফলে উচ্ছ্বসিত ভুটানের ব্যবসায়ীরা এবং তার সঙ্গে পর্যটকরাও বেশ খুশি। আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা। বিগত দেড় বছর ধরে ভুটানের বাইরে পা রাখতে পারেননি কোনো পর্যটক। অত্যাবশ্যকীয় প্রয়োজন কিংবা চিকিৎসার প্রয়োজন ছাড়া ভুটানের প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষেও আসতে পারেননি কেউ। এমতাবস্থায় রীতিমত হাফিয়ে উঠেছিলেন ভুটানের বাসিন্দারা।

এইভাবে লকডাউনে আবদ্ধ থেকে ভুটানের পর্যটন সার্কিটেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। ইউরোপ-আমেরিকার যে সমস্ত পর্যটক দল এই এলাকায় ঘুরতে আসেন, তারা প্রত্যেকেই লম্বা সফরের জন্য আসেন। ১৫ ডিম থেকে শুরু করে এক মাস কোন কোন ক্ষেত্রে দুই মাস পর্যন্ত পর্যটকরা এখানে থেকে যান। তবে বিগত দেড় বছর ধরে নিরাপত্তার খাতিরে ভুটানে আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছিল।

বিদেশের পর্যটকরাও ভুটানে আসতে সাহস পাচ্ছিলেন না। নেপাল, এদেশের সিকিম এবং পশ্চিমবঙ্গের এই উত্তর অংশ তরাই-ডুয়ার্স সহ অসম যেতে পারলেও ভুটানের দরজা বন্ধ থাকায় ‌পর্যটন সার্কিট সম্পূর্ণ না হওয়াতে বিদেশি পর্যটকরা আর এমুখো হচ্ছিলেন না। তবে এতদিনে অবশ্য অনুমতি মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটক ৭৫ বছরের ব্যবসায়ীর পাহাড়ি রাজ্যে পা দেওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছেন।

তার মতো আরও অনেক পর্যটক এই তালিকায় রয়েছেন। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, ভুটানকে নিয়ে বিদেশি পর্যটকদের আগ্রহ বরাবর প্রবল। বেড়াতে যাওয়ার আগ্রহ এখনো তাদের মনে কাজ করছে। বেড়াতে আসার জন্য তারা বরাবর যোগাযোগ রেখে চলেছেন সংস্থার সঙ্গে। সেই দিক দিয়ে ভুটানের দরজা খুলে যাওয়াতে স্বস্তিতে পাহাড়ের পর্যটন সার্কিট।