সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একবার চা’র্জ দি’লে চল’বে ১৮৫ কি’মি! ক’ম খ’র’চে বৈদ্যু’তিক গা’ড়ি বা’নিয়ে তা’ক লাগা’লেন এই ছাত্র

একবার চার্জ দিলে চলবে ১৮৫ কিমি! কম খরচে বৈদ্যুতিক গাড়ি বানিয়ে তাক লাগালেন এই ছাত্র

প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আবিষ্কার করে চলেছে মানুষ। এমন কিছু জিনিস মানুষ আবিষ্কার করছে যা বর্তমান সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আজকের এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা বলব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আপনাদের মধ্যপ্রদেশের সাগরের এক্ষণে ফুটওয়ার ব্যাপারে জানাবো যিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য আসছে একটি গাড়ি বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয় এই গাড়ি অন্যান্য গাড়ির থেকে অনেক বেশি সস্তা এবং উপলব্ধ।

বর্তমান সময়ে পরিবেশের কথা ভেবে এবং ক্রমবর্ধমান জ্বালানির কথা চিন্তা করে ইলেকট্রিক গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করেছেন অনেক মানুষ। ইতিমধ্যেই অনেক কোম্পানি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে ফেলেছেন যা বহু মানুষ কেনাবেচা করছেন। এমতাবস্থায় হিমাংশ প্যাটেল নামে ওই ছাত্র তৈরি করে ফেলেছেন আস্ত একটি বৈদ্যুতিক গাড়ি।

এই গাড়িটি একবার চার্জ দিলে চলবে ১৮৫ কিলোমিটার পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিমাংশ মাত্র পাঁচ মাসের মধ্যে এই গাড়িটি তৈরি করে ফেলেছেন। এই গাড়িতে 5 জন যাত্রী খুব সহজে বুঝতে পারবেন। হিমাংশু জানিয়েছেন, এই গাড়ি প্রতি ঘণ্টায় 50 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম। ইলেকট্রিক গাড়িটি একবার চার্জ দিতে সময় নেই 4 ঘন্টা এবং একবার চার্জ দিতে খরচ হয় ত্রিশ টাকার মত। রিমোট কন্ট্রোল স্টার্ট এবং স্টপ ফিচার রয়েছে এই গাড়িতে।

এই গাড়িতে রয়েছে ইলেকট্রনিক স্পিডোমিটার, ব্যাটারি, পাওয়ার মিটার, ফাস্ট চার্জিং, ইলেকট্রিক সেফটি এবং anti-theft এলাম এর মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবথেকে বড় বিষয়টি হলো এই গাড়িটি তৈরি করতে খরচ করতে হয়েছে মাত্র 2 লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই এই গাড়ি বাজার চলতি যে কোন গাড়ি তুলনায় অনেক কম খরচে তৈরী করা হয়েছে এবং এই গাড়িটা এখনো পর্যন্ত সবথেকে সস্তার গাড়ি বলে মনে করা হচ্ছে।