সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহাকাশে উৎপাদন হ’লো প্রায় ২০০০ কেজি টমেটো, নিয়ে আ’সা হলো পৃথিবীতে

কেউ কি কখনো ভেবেছিল যে এই পৃথিবীর বাইরেও একটা জগৎ থাকবে যেখানে মানুষ বসবাস করতে পারবে! না কেউ ভাবেনি কিন্তু বিজ্ঞান এটা নিয়ে অনেক রিসার্চ চালিয়েছে এবং বহু চেষ্টায় মহাকাশে মানুষ থাকতে পারবেন কিনা সেটা তারা আয়ত্ত করতে পেরেছে।

কিন্তু এবার তাদের নেক্ট টার্গেট ছিল মহাকাশে কি কোনো ভাবে সবজি ফলানো সম্ভব? মহাকাশ বিজ্ঞানীরা এই নিয়ে নানান গবেষণা করেন এবং শেষ অব্দি ঠিক করেন যে মহাকাশে গাছের চারা লাগাবেন। সেই মত গাছের চারা লাগানোও হয়। কিন্তু এটা শুনলে যে কেউ অবাক হবেন যে সেই গাছে সত্যি ফলন হয়েছে।

বেশ কিছু টমেটো গাছ লাগানো হয়েছিল সেই থেকে প্রায় ২০০০ কেজি টমেটো উৎপন্ন হয়েছে। আরো জানা যায় যে, মহাকাশে চাষ প্রসঙ্গে একটি ব্লগে বিজ্ঞানিরা জানান, স্পেস স্টেসনে গ্রিন হাউসে এই টমেটো উৎপাদন করা হয়েছে। মোট ৩ দফায় সবজি চাষ করা হয়েছিল।

আরো খবর: শিয়ালদহ থেকে সবথেকে কম দূ’র’ত্বে ছু’ট’বে বন্দে ভারত, ব’ড়ো ভাবনা রেলের

গত ১৫ এপ্রিল SpaceX’s CRS-27 মহাকাশযানে করে নামানো হল প্রায় ২০০০ কেজি টমেটো। ১৫ এপ্রিল সকালে এই মহাকাশযান নামানো হবে বলে আগেই ট্যুইট করে জানায় নাসা।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে মজুত রাখা হবে এই ২০০০ কেজি টমেটো। এবার এর পুষ্টি গুণ সম্পর্কেও গবেষণা করা হবে এই টমেটো আদৌ কতটা শরীরের জন্য ভালো সেটা পরীক্ষা নিরীক্ষা করা হবে।
এই ভাবেই মহাকাশে মানুষ যাতে থাকতে পারে তার ব্যাবস্থা করে চলেছে প্রত্যহ মহাকাশ বিজ্ঞানীরা।