সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজকাল সবই কনটেন্ট! বাবার শ্রা’দ্ধে মেয়ে করলেন Food Vlogging, হ’ত’বা’ক নেটপাড়া

বর্তমানে অর্থ উপার্জনের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। আর আজকালকার দিনে ইউটিউবের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হয়তো সত্যিই নেই। বহু মানুষ এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের দৈনন্দিন রুটিন তুলে ধরেন সকলের সামনে। শুধু তাই নয়, ভিডিওর মাধ্যমে ফুড ভ্লগিং, বেড়াতে যাওয়ার নানান সুন্দর মুহুর্ত ভাগ করে নেন সকলের সাথে। আর এইভাবে তারা জনপ্রিয়তা পায়।

তবে সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে যা দেখে নেট জনতাদের চক্ষু চড়কগাছ। কারণ যুগ মডার্ন হলেও মানুষের মন এখনও অতটাও মডার্ন হয়ে যায়নি বলে দাবি করেছেন নেট বাসিন্দারা। তাই সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও তারা সত্যিই আশা করেননি।

সম্প্রতি এক বিখ্যাত ইউটিউবারকে তার নিজের বাবার শ্রাদ্ধের দিনে ভিডিও বানাতে দেখা গিয়েছে।রুহি রায় নামের এই তরুণী ইউটিউবারের এহেন একটি অদ্ভুত ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুঙ্গে উঠেছে চর্চা। নেটিজেনরা তাকে নিয়ে শুরু করেছেন তীব্র সমালোচনা।

আরো খবর: প্রতি সপ্তাহেই কি উ’পো’স করেন? এই নিয়মগুলো কি মে’নে চলেন?

আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যে কি ভীষণ অসংবেদনশীল হয়ে পড়ছে তা ভাবতেই পারছে না নেট দুনিয়ার অনেকে। নিজের বাবার শ্রাদ্ধের দিন ফুড ভ্লগিং কিভাবে সম্ভব যেখানে প্রিয়জনের বিয়োগে মানুষ সাধারণত বিষাদে ভেঙে পড়েন।

এ প্রসঙ্গে তাদের বক্তব্য, ক্রমশ মানুষের মধ্যেকার মনুষ্যত্ব বোধের অভাবের কারণেই শ্রাদ্ধের মতো দুঃখজনক একটি অনুষ্ঠানেও ভিডিও বানাতে পেরেছেন রুহি।  নিজের বাবার শ্রাদ্ধের দিনে তার চোখে মুখে দুঃখের ছাপ পর্যন্ত দেখা যায়নি।

বরং অত্যন্ত সাধারণ এক বিষয়ের মত বাবার শ্রাদ্ধের দিনের সারাদিনের খাবারের তালিকা শুনিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই দিন বন্ধুর সঙ্গে দোকানে গিয়ে লেমনেড খেতেও দেখা গিয়েছে ওই তরুণীকে। আর ঠিক সেই কারণেই অনেকে তাকে হৃদয়হীনা আখ্যাও দিয়েছেন।

নিজের বাবার শ্রাদ্ধের দিনে সেই তরুণীর ফুড ব্লগিং-এর ভিডিও এখন ব্যাপক ভাইরাল। যদিও ভিডিওর কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের কটুকথা এবং সমালোচনায়।