সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোটার কা’র্ড নথিভুক্ত করার স’ম’য় লা’গ’তে পা’রে আধার, পা’শ হলো নির্বাচনী সংশোধনী বি’ল

নির্বাচনী আইন অবশেষে পাস হয়ে গেল লোকসভায়। যে বিলের প্রস্তাব অনুযায়ী, পরিচয় প্রমাণের জন্য ভোটার হিসেবে নথিভূক্ত করার জন্য রেজিস্ট্রেশন অফিসার আধার কার্ডের নম্বর চাইতে পারেন আপনার কাছে। সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিযু এই বিল পেশ করেন লোকসভায়।

এই বিল অদূর ভবিষ্যতে ভুয়ো ভোটে রাশ টানতে বলে মনে করা হচ্ছে। অদূর ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এই বিল পাস করলে। যদিও কংগ্রেসসহ বিরোধী দলগুলি ইতিমধ্যে দাবি করেছেন, সেই সংশোধনীর মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে।

এই বিল পাশ করলে খুব একটা লাভ হবে না সাধারন মানুষের জন্য। যদিও কেন্দ্রীয় আইন মন্ত্রীর বক্তব্য, বিরোধীরা অভিযোগ করেছেন, তা পুরোপুরি ভিত্তিহীন। এই আইন পাস হলে প্রত্যেক নাগরিক উপকৃত হবেন।