সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসে বি’নি’য়ো’গ করতে আধার ও প্যান কা’র্ড লাগবেই! নিয়ম জা’রি করলো কেন্দ্র

বর্তমানে যেখানেই বিনিয়োগ করুন না কেন ও আধার কার্ড এবং প্যান কার্ড অত্যন্ত প্রয়োজনীয় দুটি জিনিস। তবে এবার পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিমেয় যদি বিনিয়োগ করতে হয় তবে দরকার হবে আধার কার্ড এবং প্যান কার্ড। এই নিয়ম চালু করা হয়েছে ১লা এপ্রিল থেকে।

শুক্রবার রাতেই কেন্দ্রের তরফ থেকেই বিবৃতি ঘোষণা করা হয়েছে। এতদিন পর্যন্ত পোস্ট অফিসে সল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে গেলে আধার কার্ড অথবা প্যান কার্ডের কোন দরকার হতো না , সেই ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রিক বিল অথবা পুরসভার ট্যাক্সের নথি জমা দিলেই হতো। তবে এখন থেকে পোস্ট অফিসে যদি স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে হয় তবে দরকার হবে আধার কার্ড এবং প্যান কার্ড।

বিনিয়োগ করতে গেলে আধার কার্ডের নথিভুক্তকরণের নম্বর জমা করতে হবে প্যান কার্ড এবং আধার সংযুক্ত করা যদি না থাকে তবে, অ্যাকাউন্ট খোলার ছয় মাসের মধ্যে সেই কাজও করতে হবে।

আরো খবর: আজ থেকে এক্সপ্রেসওয়ে-হাইওয়েতে বাড়তি টোল ট্যা’ক্স দি’তে হবে

যদি একাউন্ট খোলার সময় আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর না জমা দিতে পারেন তবে সেক্ষেত্রে তার জন্য দু মাস সময় দেওয়া হবে সমস্ত তথ্য জমা করার জন্য, সেটাও যদি না হয় তবে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞ জারি হয়ে যাবে।

বিভিন্ন গ্রামাঞ্চলের বাসিন্দাদের কাছে পোস্ট অফিসে একাধিক স্মল সেভিংসের মতন জনপ্রিয় সিনিয়র সিটিজেন সেভিংস, সেভিংস ডিপোজিট ,পাবলিক প্রভিডেন্ট ফান্ড ,সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই সমস্ত স্কিমগুলি প্রান্তিক মানুষের কাছে বেশ পছন্দের।

এই প্রকল্পগুলিতে শুক্রবার সুদের হার ও বাড়ানো হয়েছে, কিন্তু এই প্রান্তিক শ্রেণীর মানুষদের মধ্যে একাধিক জনার ই প্যান কার্ড নেই সুতরাং এরপর থেকে যদি বিনিয়োগ করতে হয় তাহলে তাদের ক্ষেত্রে ভোগান্তির শেষ হবে না।