সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ থেকে এক্সপ্রেসওয়ে-হাইওয়েতে বাড়তি টোল ট্যা’ক্স দি’তে হবে

আজ থেকে শুরু নতুন আর্থিক বছর, কারণ আজ ১ লা এপ্রিল। তাই সেই কারণেই আজ থেকে অনেক নতুন নিয়ম চালু হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নিয়ম হল, এবার থেকে জাতীয় সড়ক পথ চলা যেন আরও বেশী খরচসাপেক্ষ হয়ে গেল।

কারণ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে টোল ট্যাক্স ৩.৫-৭% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, চারচাকার সমস্ত যানবাহনের মধ্যেই এই টোল ট্যাক্সের পরিমাণ বাড়ানো হবে। সবথেকে কমদূরত্ব অতিক্রম করলেও ১০% পর্যন্ত ট্যাক্স দিতেই হবে।

হাইওয়ে অথরিটির তরফ থেকে জানানো হয়েছে, রাস্তায় চলা যানবাহনের সংখ্যার ওপরে নির্ভর করেই এই টোল ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এমন অনেক জাতীয় সড়ক আছে কিংবা এক্সপ্রেসওয়ে রয়েছে যেখানে কিনা চারচাকার গাড়ি অনেক বেশী চলে।

আরো খবর: আমরা NRC চালু করতে তৈরি, ঘোষণা করে দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

গতবছরের কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে , ১০-১৫% টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল। তার ফলে সমস্ত যানবাহনের শুল্ক মূল্য ১০ ও ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এক্সপ্রেস ওয়েতে প্রতি কিমি দূরত্বের জন্য টাকা নেওয়া হয় ২.১৯ টাকা।

বিশেষ করে ৬ লেনের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, ও দিল্লি – মিরাট এক্সপ্রেস ওয়েতে টোল ট্যাক্স বৃদ্ধি পাবে। সাথে আরও কয়েকটা রয়েছে দিল্লি – জয়পুর, দিল্লি – হিসার, দিল্লি – আগ্রা সমস্ত জায়গার এক্সপ্রেস ওয়েতে টোল ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে।