সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আহাঃ রে! সুরপ্রেমীদের কাছে বিরাট ঝ’ট’কা, বিয়ারের দা’ম বা’ড়’ছে এই সামান্য কারণের জন্য

যেখানে দেশের জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, বিশেষ করে পেট্রোল-ডিজেলের দাম একেবারে ঊর্ধ্বমুখী। তার কারণেই সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসে যেন আগুন লেগেছে। তুমি কিছুতেই হাত দেওয়া যায় না।

তাছাড়া দেশে এখন চলছে মুদ্রাস্ফীতির জোয়ার, ঠিক এই ধরনের পরিস্থিতির মধ্যেই একটি দুঃসংবাদ সামনের। বিশেষ করে সূরা প্রেমীদের জন্য একটি খারাপ খবর, জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যেই দাম বাড়তে চলেছে বিয়ারের।

বিয়ার প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে কাঁচামালের দাম বৃদ্ধি হওয়ার কারণে, বিয়ারের দামেও বৃদ্ধি ঘটবে। বিশেষ করে গরমের দিনে বিয়ারের চাহিদা থাকে তুঙ্গে। সেই সময়ে বিয়ারের মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ ফেলছে সুরাপ্রেমীদের।

আরো পড়ুন: এবার ভু’য়ো আদালত, ঘ’ট’না প্রকাশ্যে আসতেই হতভম্ব পুলিশ প্রশাসন

বিভিন্ন বিয়ার প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, বার্লির দাম বেড়ে গিয়েছে দ্বিগুণ হারে তার সাথেই বোতল তৈরীর খরচও যেন আগের থেকে অনেক বেশী ও বক্স তৈরীর ক্ষেত্রেও মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তাই এখন কোনো উপায় না দেখে, বিয়ারের দাম বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতেই হচ্ছে তাদের।

এই বিষয় নিয়ে ডিভান্স মডার্ন ব্রুয়ারিজের এমডি প্রেম দেওয়ান বলেন, এই পরিস্থিতির মধ্যে বিয়ার প্রস্তুতকারী সংস্থা গুলোর আর কোন উপায় নেই। এখন মোট দুটি পথ রয়েছে একটি হলো দাম বৃদ্ধি ও দ্বিতীয় টি হল ডিসকাউন্ট বাতিল করা। এখন কোম্পানি কোন পথে হাঁটে সেটাই দেখার বিষয়।।